IND vs AUS: সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছেন রায়না, করলেন বিস্ফোরক মন্তব্য !! 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছানোর রাস্তায় এখন ভারতের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া‌ (IND vs AUS)। আজ টুর্নামেন্টের সেমিফাইনালে এই দুই দল একে অপরের বিপক্ষে মাঠে নামবে। কিন্তু তার আগেই ভারতীয় ভক্তদের মনে ভয় সঞ্চারিত হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যাচ্ছে ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালের কথা। এবার ভারতের অন্যতম প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাও (Suresh Raina) ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) ম্যাচ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন। জিততে গেলে কোন কোন ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে তাও নিয়ে এই ব্যাটসম্যান মতামত দিয়েছেন।

অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছেন রায়নাও-

IND vs AUS: সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছেন রায়না, করলেন বিস্ফোরক মন্তব্য !! 2
IND vs AUS | Image: Getty images

ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফিতে (CT 2025) দুরন্ত ফর্মে রয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানকে পর্যুদস্ত করার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেও কোণ ঠাসা করে দেয় রোহিত শর্মার (Rohit Sharma) দল। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বর্তমানে ‘মেন ইন ব্লু’-দের (IND vs AUS) রীতিমতো চিন্তায় রেখেছে। ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে দেশের সমর্থকরাও এই সেমিফাইনাল নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এবার ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নায় (Suresh Raina) বক্তব্যেও সেই ছবি ধরা পরলো। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “চড়-থাপ্পড়কেও ভয় পাই, যতটা নক আউট পর্বে হলুদ জার্সিদের ভয় পাই।” তবে তিনি মনে করছেন রোহিত শর্মা (Rohit Sharma) শতরান করতে পারলে ভারতের জয় নিশ্চিত। এছাড়াও রান তাড়া করার ক্ষেত্রে শুভমান গিলকে (Shubman Gill) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে রায়না জানিয়েছেন। তিনি মনে করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি (Virat Kohli) ম্যাচের সেরা হয়ে উঠতে পারেন।

সাম্প্রতিক সময়ে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ-

IND vs AUS: সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছেন রায়না, করলেন বিস্ফোরক মন্তব্য !! 3
IND vs AUS | Image: Getty images

সম্প্রতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS) ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করেছিল। এই সিরিজে ৩-১ ব্যবধানে অজিরা জয় তুলে নেয়। ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মতো তারকা ব্যাটসম্যান সিরিজে সেইভাবে রান করতে পারেননি। এর আগে ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে ‘মেন ইন ব্লু’-রা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। অজিদের হয়ে ব্যাট হাতে রান তাড়া করতে নেমে এই ম্যাচে ট্রেভিস হেড (Travis Head) একাই ১৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। অন্যদিকে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটেও পরিসংখ্যানের দিক থেকে স্টিভ স্মিথরা (Steve Smith) অনেকটাই এগিয়ে। এখনও পর্যন্ত এই দুই দল একদিনের ক্রিকেটে ১৫১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত ৮৪ বার অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *