IPL এর আগেই বড় চমক দিচ্ছেন KKR মালিক শাহরুখ খান, সানি লিওনিকে চিয়ারলিডার হিসাবে দিচ্ছেন এন্ট্রি !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসমাপ্তির পর ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছে। মূলত আসন্ন আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে, আর এই মেগা নিলামের উপর ভিত্তি করে নানান চর্চা শুরু হয়েছে। আসন্ন আইপিএলের জন্য বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি নিজেদের মতামত প্রকাশ করে ফেলেছেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, কলকাতা দলের মালিক শাহরুখ খান আসন্ন আইপিএলের জন্য রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম কার্ডের পুনঃব্যবহারের জন্য আবেদন জানিয়েছেন বিসিসিআইয়ের কাছে। তবে এখনও পর্যন্ত বিসিসিআই তাদের শেষ মতামত প্রকাশ করেনি।

অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালকিন কাব্য মারান গত মৌসুমের আইপিএল (IPL 2024) রানার্সআপ হওয়ার দুঃখ এখনো ভুলতে পারেননি। কে কারণে, তিনি আইপিএল কর্তৃপক্ষদের কাছে বেশ কয়েকটি নতুন নিয়ম খাড়া করেছেন কর্তৃপক্ষতা জানিয়ে দিয়েছেন। মেগা নিলাম বন্ধ করে মিনি নিলামের উপরে মত দিয়েছেন তিনি, পাশাপাশি যে সকল বিদেশি খেলোয়াড়রা আইপিএল নিলামে নাম লেখানোর পর আইপিএলের মঞ্চে খেলেন না তাদেরকে আইপিএল থেকে ব্যান করার আর্জিও জানিয়েছেন তিনি।

Read More: ৬,৬,৬,৬,৬,৪,৪,৪….বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন KL রাহুল, ৪৭টি চার ও ৪টি ছক্কার বিনিময়ের হাঁকালেন ট্রিপল সেঞ্চুরি !!

আসন্ন আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ

Shah Rukh Khan, ipl 2024, kkr
Shah Rukh Khan | Image: Getty Images

তবে এরই মাঝে সমাজমাধ্যমে একটি খবর শিরোনামে উঠে এসেছে, আসন্ন আইপিএলে খেলোয়াড়দের মনোরঞ্জনের জন্য শাহরুখ খান বড় ব্যবস্থা নিতে চলেছেন। ক্রিকেট ময়দানে বলিউড অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই দেখতে পাওয়া যায়, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স দলের (KKR) মালিক শাহরুখ খান এবং জুহি চাওলা বলিউডের সঙ্গে যুক্ত। তাই তাদের সূত্র থাকায় একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাওয়া যায়। তবে আসন্ন মরশুমে কলকাতা ফ্রাঞ্চাইজির মালিক শাহরুখ খান খেলোয়াড়দের বিনোদনের ব্যাবস্থা করছেন।

বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী শাহরুখ প্রাক্তন পর্ন ইন্ডাস্ট্রি ও বর্তমান বলিউড তারকা সানি লিওনিকে কলকাতা দলের চেয়ারলিডার বানাতে চলেছেন। যদিও অফিশিয়াল ভাবে কোন খবরাখবর পাওয়া যায়নি। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স দলের কথা বলতে গেলে ২০২৪ মৌসুমে তৃতীয়বারের জন্য খেতাব জয় করেছে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দলটি। গৌতম গম্ভীরের এন্ট্রি নেওয়াতে দলের পরিবেশ বদলে গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স একতরফাভাবে বাকি দলগুলোর বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে তৃতীয়বারের জন্য আইপিএলের এই খেতাবটি নিজেদের নামে করে ফেলল।

Read Also: IPL 2025: ‘রিটেনশন’ নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর, মানা হলো না KKR-এর দাবী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *