CL T10: আইপিএলের সৌজন্যে ক্রিকেট ও গ্ল্যামার দুনিয়া এখন কার্যত অঙ্গাঙ্গীভাবে জড়িত। ইতিপূর্বে শাহরুখ খান, প্রীতি জিন্টাদের মত বলিউড নক্ষত্রদের দেখা গিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে। কুড়ি ওভার বা কুকাবুরা বলের গণ্ডী পেরিয়ে জাঁকজমকের ছোঁওয়া এখন দশ ওভারের টেনিস বল টুর্নামেন্টেও। নয়ডায় আগামী ২২ অগস্ট থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ টি-১০ (CL T10)। চলবে ২৪ অগস্ট পর্যন্ত। গত ৩১ জুলাই দিল্লীতে বসেছিলো নিলামের আসর। সেখানে আলো ছড়াতে দেখা গেলো বলিউড অভিনেত্রী সানি লিওনি’কে (Sunny Leone)। বেইজ রঙের কো-অর্ড পোশাকে নজর কাড়েন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন আর জে মাহভাষ’ও (RJ Mahvash)। টুর্নামেন্টে সুপ্রিম স্ট্রাইকার্স নামে একটি দলের মালিক তিনি। অধিনায়ক শন মার্শের সাথে নিলামে সরাসরি অংশগ্রহণ করতেও দেখা গিয়েছে তাঁকে।
Read More: বিদেশিনী বান্ধবীকে শতক উৎসর্গ যশস্বী’র? ভাইরাল ভারতীয় ওপেনারের সেলিব্রেশন !!
সানি লিওনি ও আরজে মাহভাষ (RJ Mahvash) ছাড়া রিয়্যালিটি টিভি সেলিব্রিটি প্রিন্স নারুলা, গায়ক অখিল সচদেবদেরও দেখা গিয়েছে নিলামের আসরে। অকশনিয়ারের দায়িত্বে ছিলেন প্রখ্যাত ধারাভাষ্যকার চারু শর্মা। ইতিপূর্বে আইপিএলের নিলাম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। টেনিস বল টুর্নামেন্টের নিলামেও সপ্রতিভই লেগেছে তাঁকে। আট দলীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শন মার্শ, তিলকরত্নে দিলশান, থিসারা পেরেরা, ড্যান ক্রিশ্চিয়ান, রস টেলরের মত প্রতিথযশা প্রাক্তনীরা। তবে নিলামে সকলের নজর কেড়ে নিয়েছেন জিগনেশ প্যাটেল (Jignesh Patel)। তাঁর দাম উঠেছে ১২ কোটি ২৫ লক্ষ টাকা। টেনিস বল ক্রিকেটে যা কার্যত অবিশ্বাস্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। টুর্নামেন্টে (CL T10) গায়িকা জেসমিন স্যান্ডলাসের মালিকানাধীন মাইটি ম্যাভেরিকসদের জার্সিতে দেখা যাবে জিগনেশকে।
চ্যাম্পিয়ন্স লীগ টি-১০ (CL T10) টুর্নামেন্টের উদ্যোক্তা হিসেবে রয়েছেন প্রাক্তন পেসার ও জাতীয় নির্বাচক চেতন শর্মা। সুপ্রিম স্ট্রাইকার্স ও মাইট ম্যাভেরিকের পাশাপাশি মাঠে দেখা যাবে এলিট ঈগলস, সুপারসনিক, ডায়নামিক ডায়নামোজ, ব্রেভ ব্লেজার্স, ভিক্ট্রি ভ্যানগার্ড ও স্টেলার স্ট্রাইকার্সকে। টুর্নামেন্টের (CL T10) নিয়ম অনুযায়ী প্রত্যেক দলে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। শেষমেশ কারা বাজিমাত করেন সেদিকে নজর থাকবে সকলের। রেডিও জকি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহভাষ (RJ Mahvash) এই মুহূর্তে চর্চায় রয়েছেন। যুজবেন্দ্র চাহালের সাথে তাঁর সম্পর্ক নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। দলমালিক হিসেবে তাঁর সরাসরি বাইশ গজের দুনিয়ায় পা রাখা হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন দায়িত্ব উপভোগ করছেন মাহভাষ নিজেও। ইতিমধ্যেই ইন্সটাগ্রামে নিলামপর্বের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি।