"রাজনৈতিক দল তৈরি করেছে..." রোহিতের বদলে রাহুলকে ক্যাপ্টেন করায় ক্ষুব্ধ সুনীল শেট্টি, করলেন এই মন্তব্য !! 1

ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজের দুটি ম্যাচ ইতিমধ্যেই সমাপ্তি ঘটেছে। ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে পরাস্ত করে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা শনিবার তৃতীয় ওডিআই ম্যাচের জন্য মুখোমুখি হতে চলেছে। দলের নিয়মিত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এই সিরিজে উপালব্ধ নেই। শুভমানের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul)। তবে, ক্যাপ্টেন রাহুলকে এই সিরিজে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখতে পাওয়া যায়নি। বোলার দের পরিবর্তনের পাশাপশি ফিল্ডিং সেট আপ- সব দিকেই দমিয়ে পড়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া সিরিজের আগেই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে অধিনায়ক করা হয়েছিল শুভমান গিলকে। তবে ইডেন টেস্টে চোট পাওয়ার পর ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি।

রোহিত থাকতেও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল

রাহুল
KL Rahul | Image: Getty Images

ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের প্রসঙ্গ নিয়ে সমাজমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে একটি মন্তব্য, যেখানে অভিযোগ তোলা হয়েছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি রাজনৈতিক চাপের মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে। রোহিত শর্মা দলে থাকা সত্ত্বেও কেএল রাহুলকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন উঠছে সমাজ মাধ্যম জুড়ে। সমাজ মাধ্যমে জনপ্রিয় বলিউড অভিনেতা সুনীল শেট্টি (Sunil Shetty) কেএল রাহুলকে (KL Rahul) অধিনায়ক করার বিষয়ে বড় প্রশ্ন তুলেছেন। ভাইরাল হওয়া ফটোতে লেখা আছে, “বোর্ড পুরোপুরি রাজনৈতিক চাপে পড়ে গেছে। রোহিতের মতন সিনিয়র ও সফল অধিনায়ক থাকা সত্ত্বেও রাহুলকে দায়িত্ব দেওয়া ঠিক নয়। রাহুল আমার জামাই হলেও আমি বোর্ডের এই সিদ্ধান্তে খুশি নই। রোহিতই সেরা অধিনায়ক।” এই বক্তব্যটি সামনে আসতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।

Read More: টি২০’তে ফিরছেন রোহিত শর্মা, হিটম্যানের সিদ্ধান্তে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

গম্ভীরের সঙ্গে ঠান্ডা লড়াই চলছে রোহিত-বিরাটের

গম্ভীর,ভারত bcci, ind vs sa
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

চলতি ওডিআই সিরিজে ব্যাট হাতে কেএল রাহুল দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে রোহিতও প্রথম ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ভারতীয় দলের কাছে তৃতীয় ওডিআই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচের উপরে নির্ধারণ করে থাকবে সিরিজ। অন্যদিকে রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্কের ফাটল ধরেছে বলে সূত্রের দাবি। এমনকি বোর্ড প্রধানেরাও এই সম্পর্ক নিয়ে খুব একটা খুশি নয়। খুব শীঘ্রই বোর্ড প্রধানদের সাথে আলোচনায় বসতে চলেছেন গম্ভীর।

Read Also: শুভমান গিলকে জামাই আদর দিচ্ছে BCCI, আনফিট হ‌ওয়া সত্ত্বেও দলে পেলেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *