আইপিএল ২০২৫’এর মেগা মঞ্চে আগামী রবিবার ৪ঠা মে কলকাতা নাইট রাইডার্স তাদের ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের (KKR vs RR) মুখোমুখি হতে চলেছে। চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে এবং রাজস্থান রয়্যালস অষ্টম স্থানে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ১০০ রানে পরাস্ত হওয়ার পর চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছিল রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে দ্বিতীয় দল হিসেবে আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গিয়েছে রাজস্থান। অনন্দদিকে, কলকাতা নাইট রাইডার্স (KKR) এবারের আইপিএলে প্লে-অফে পৌঁছানোর জন্য এখনও নিজেদেরকে টিকিয়ে রেখেছে। নাইট রাইডার্সকে বাঁকি চারটি ম্যাচেই জয় সুনিশ্চিত করতে হবে তাহলেই তারা প্লে-অফের জন্য কোয়ালিফাই করবে।
দিল্লির বিরুদ্ধে চোট পেয়েছিলেন রাহানে

রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগেই চাপ বাড়লো নাইট শিবিরে। আসলে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইট রাইডার্স (KKR) তাদের শেষ ম্যাচটি যখন খেলেছিল তখন ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। যে কারণে, রাহানেকে গতদিন আর ফিল্ডিং করতে দেখতে পাওয়া যায়নি। গতদিন রাহানের বদলে কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন সুনীল নারিন (Sunil Narine)। নাইট রাইডার্স দলের ভাইস ক্যাপ্টেন হলেন ভেঙ্কটেশ আইয়ার, হিসাব মতন রাহানে যদি মাঠে অনুপস্থিত থাকেন তাহলে তার বদলে ভেঙ্কটেশকে অধিনায়কত্ব করতে দেখা যাবে। তবে, সেটা আর হলো না।
Read More: IPL 2025 KKR vs RR Match Preview: ইডেনে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!
আইপিএলের অন্যতম সেরা বিদেশি পারফর্মার হলেন সুনীল নারিন। যদিও, এখনও পর্যন্ত নেতৃত্বের কোনো সুযোগ পাননি নারিন। তবে, গতদিন রাহানের বদলে নারিন মাঠে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। সুনীল নারিনের অধিনায়িকত্ব বেশ নজর কেড়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের। সূত্রের খবর, গত ম্যাচে অজিঙ্কা রাহানে যেভাবে চোট পেয়েছেন তা নিয়ে নাইট শিবিরে তৈরি হয়েছে সংশয়। রাজস্থানের বিরুদ্ধে তিনি হয়তো খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে নাইট রাইডার্স দলের অধিনায়িকটের ভার তুলে দেওয়া হবে সুনীল নারিনের কাঁধে।
সুনীল নারিন করবেন অধিনায়কত্ব

রাহানে অবশ্য তার একটি বয়ানে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি চোট সারিয়ে উঠেছেন। তবে, তিনি ফিল্ডিং করতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। রাহানে নাইট রাইডার্স দলের সবথেকে ইনফর্ম খেলোয়াড়, এই মৌসুমে দলের হয়ে ৩৭.১৩ গড়ে এবং ১৪৯.২৫ স্ট্রাইক রেটে সর্বাধিক ২৯৭ রান বানিয়েছেন। সূত্রের খবর, রাজস্থানের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), তবে মাঠে ফিল্ডিং করতে দেখা হবে না তাকে। আর তার অনুপস্থিতিতে দলের অধিনায়িকত্ব করবেন সুনীল নারিন।