Sunil Gavaskar: দীর্ঘ ১০ বছর বাদে বর্ডার গাভাস্কার ট্রফি জয় করলো টিম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুইবার ভারতীয় দক ২-১ ব্যাবধানে এই সিরিজ জয় করেছিল। তবে ভারতীয় দল এবার কোনোভাবেই অস্ট্রেলিয়ার সঙ্গে সমান ভাবে লড়াই করতে ব্যর্থ হয়েছে। অস্ট্রেলিয়া দল সিরিজের প্রথম ম্যাচে পরাস্ত হওয়ার পর যেভাবে কামব্যাক করেছে তা অতুলনীয়। এমনকি ক্রিকেট বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা কম বলেই মনে করেছিলেন। তবে সবাইকে ভুল প্রমান করে অবশেষে বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের নামে করতে সক্ষম হলো টিম অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে ভারতের পারফরম্যান্স ছিল খুবই সাধারণ যা মন থেকে মেনে নিতে পারছেন না কিংবদন্তি তারকা সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।
১০ বছর পর BGT হারলো টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেটারদের তুলোধনা করেছেন গাভাস্কার। চলতি সিরিজে বারংবার ব্যার্থ হয়েছে ভারত। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) মতন তারকারা এই সিরিজে ছন্দ হারিয়েছেন। টেস্ট ক্রিকেটে তাদের এই ব্যর্থতা কোনোভাবেই মানতে নারাজ লিটল মাস্টার। সুনীল গাভাস্কারকে যখন উপস্থাপক যতীন সাপ্রু জিজ্ঞেস করেন, এই সিরিজের পর ভারত কীভাবে নিজেদের উন্নতি করতে পারে? তার জবাবে গাভাস্কার মন্তব্য করে বলেছেন, “আমরা কে? আমরা ক্রিকেটের কিছুই জানি না। আমরা টিভির সামনে এসে শুধু বলতে পারি এবং তার থেকেই পয়সা অর্জন করি। আমাদের কথা কেন শুনবে ? আমরা কিছুই না। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দিতে হয়।”
তবে, এখানেই থেমে থাকেননি গাভাস্কার। এই সিরিজ নানা ঘটনা অনেক সমালোচনার জন্ম দিয়েছে। তবে আজ আবার এই সিরিজকে ঘিরে নতুন জল্পনার জন্ম হয়েছে। আসলে, ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি নামে পরিচিত। ভারতের কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাস্কার এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় অ্যালান বর্ডারের নামে নামাঙ্কিত। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ডার-গাভাস্কার ট্রফি দিতে মঞ্চে অ্যালান বোর্ডারকে ডাকা হলেও ভারতীয় কিংবদন্তি তারকা সুনীল গাভাস্কারকে ডাকা হয়নি। বর্ডার সিরিজজয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের (Pat Cummins) হাতে এই ট্রফি তুলে দেন। গাভাস্কারের হাত দিয়ে ট্রফি দেওয়া তো দূরের কথা, তাঁকে পুরস্কার বিতরণীতে ডাকাই হয়নি!
BGT নিয়ে মুখ খুললেন গাভাস্কার
এ প্রসঙ্গে মুখ খুললেন খোদ লিটল মাস্টার। ভারতীয় হওয়ার কারণেই ট্রফি দিতে পারলেন না গাভাস্কার। সিরিজ শেষে ভারতীয় কিংবদন্তি তারকা মন্তব্য করে বলেছেন, “পরিস্থিতি কী হতে চলেছে, তা আমাকে সিডনি টেস্ট শুরু হওয়ার আগে জানানো হয়েছিল। তারা আমাকে জানিয়ে দেয় ভারত যদি সিরিজ জিততে বা ড্র করতে না পারে তাহলে আমাকে তাদের দরকার নেই। এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। তবে আমি অবাক হয়েছি কারণ বর্ডার-গাভাস্কার ট্রফি যেহেতু দুজনের নামে তাই এখানে দুজনকেই উপস্থিত থাকা উচিত ছিল।”
মন্তব্য করে গাভাস্কার আরও বলেছেন যে, “এমন নয় যে আমি সেখানে উপস্থিত নেই। আমি তো মাঠেই আছি। অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে তাই আমি সেখানে থাকতে পারবো না। ব্যাপারটা এমন হওয়া উচিত হয়নি। এখানে পুরস্কার বিতরণীর বিষয়টি হলো মুখ্য বিষয়। ওরা (অস্ট্রেলিয়া) আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তাই তারা জিতেছে। কিন্তু আমি একজন ভারতীয় হওয়ার কারণেই ট্রফি দিতে পারলাম না। অ্যালান বর্ডার আমার ভালো বন্ধু। তার সঙ্গে ট্রফি দিতে পারলে আমার বেশ ভালো লাগতো।”