“খেলা ছেড়ে দাও…” বারবার একই ছন্দে উইকেট হারাচ্ছেন বিরাট, সুনীল গাভাস্কার নিলেন ক্লাস !! 1

অফ স্ট্যাম্পের বাইরের বলে রীতিমতন সমস্যার সম্মুখীন হন বিরাট কোহলি (Virat Kohli)। বিগত কয়েক বছরে একই ভাবেই নিজের উইকেট হারিয়েছেন বিরাট। এই পরিস্থিতিতে বিরাটকে বড় পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ফর্ম নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট অন্দরমহলে। ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত বিরাট কোহলি (Virat Kohli)। তিন ফরম্যাটেই নিজের দৌরত্ব দেখিয়েছেন বিরাট। তবে গত কয়েক বছর ক্রিকেটে তুলনামূলকভাবে রান বানাতে ব্যর্থ হয়েছে বিরাট। তার এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে প্রশ্নের ঝড় উঠেছে।

বিরাটকে নিয়ে বিরক্ত গাভাস্কার

Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

এবার বিরাটকে (Virat Kohli) প্রশ্ন করলেন সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার। গত ম্যাচের দুই ইনিংসেই ব্যাট হাতে ফ্লপ ছিলেন বিরাট কোহলি। দুইবারই অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট হারিয়েছিলেন নিজের। এমনকি আজকের ম্যাচেও একই ভুল করলেন বিরাট। একই কায়দায় আবার একবার আউট হয়েছেন তিনি। হ্যাজেলউডের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল খেলতে যান বিরাট। বল ব্যাটে মৃদু স্পর্শ হয়ে উইকেট রক্ষকের হাতে চলে যায়। আর বিরাটের একইভাবে আউট হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সুনীল। তিনি জানিয়ে দিয়েছেন, বিরাটের সপ্তম-অষ্টম স্টাম্পের বল খেলার কোনও প্রয়োজনীয়তাই নেই।

Read More: Virat Kohli: বিরাট বা ভুবনেশ্বর নন, ১১ কোটির খেলোয়াড়কে হতে চলেছেন RCB-এর ক্যাপ্টেন !!

খেলা ছাড়ার পরামর্শ দিলেন গাভাস্কার

Sunil gavaskar, sa va ind
Sunil Gavaskar | Image: Getty Images

মন্তব্য করে গাভাস্কার বলেছেন, “এটা যদি চতুর্থ স্টাম্পের বল হতো তাহলে বুঝতাম, তবে ওটা সপ্তম-অষ্টম স্ট্যাম্পের বল ছিল। এই ধরণের বল খেলার কোনও প্রয়োজনীয়তা ছিল না।” গাভাস্কার মনে করেন কোহলির উচিত আরো ধৈর্যের সাথে খেলার। বিরাট আউট হওয়ার পরেই মাঠে বৃষ্টি নেমে আসে। তিনি বলেছেন, “বিরাট কোহলি যদি আরও একটু ধৈর্য দেখা তো তাহলে তিনি নট আউট থাকতেন তিনি আউট হওয়ার পরেই মাঠে বৃষ্টি নেমে যায় আমার মনে হয় তিনিও ধৈর্য দেখালে ঋষভ পন্থকে তাড়াতাড়ি ব্যাট হাতে নামতে হতো না।” উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮ বলে ৭ রান করে মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান কোহলি। এরপর দ্বিতীয় ইনিংসে ২১ বলে ১১ রানে স্কট বোল্যান্ডের বলে অফস্টাম্পের বলে আউট হবে বিরাট। ঠিক আজকেও হ্যাজেলউডের বলে একই ভাবে আউট হলেন তিনি।

Read Also: Virat Kohli: “ওর সমস্যাটা আসলে…” বিরাট ব্যর্থতার ময়নাতদন্ত করলেন ম্যাথু হেডেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *