"BGT হারে রোহিতকে দোষারোপ করা...’ ইডেন টেস্টে পরাজয়ে ক্ষুব্ধ গাভাস্কার, নিলেন গম্ভীরের ক্লাস !! 1

ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর নেতৃত্বে একেরপর এক টেস্টে পরাজয়ের মুখ দেখতে হচ্ছে ভারতীয় দলকে। ২০২৪ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে সিরিজ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। দীর্ঘ ১২ বছর পর এটি ছিল ঘরের মাটিতে ভারতের হার। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ বছর পর টেস্ট সিরিজ হেরেছে ভারত। সেটিও গম্ভীরের কোচিংয়ে। সদ্য, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। ইডেনে ১২৪ রান তুলতে ব্যার্থ হয়েছিল ভারতীয় দল। এই পরাজয়ের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিশানা বানালেন সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। ইডেনে এই পরাজয়ের পর তাঁর কৌশল, দলগঠন এবং সিদ্ধান্ত নিয়ে নানা মহলে আলোচনা – সমালোচনা চলছে।

গম্ভীরকে একহাত নিলেন গাভাস্কার

Sunil gavaskar, sa va ind vs aus, গাভাস্কার
Sunil Gavaskar | Image: Getty Images

সম্প্রতি সুনীল গাভাস্কারের একটি মন্তব্য সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া এক পোস্টে দেখা যাচ্ছে গাভাস্কার বলেছেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে পরাজয়ের দায় পুরোপুরি রোহিত শর্মার উপর চাপানো হলেও, কোচ হিসেবে গম্ভীর তেমন সমালোচনার মুখে পড়েননি।” গাভাস্কারের মতে ভারত জিতলে যেমন কোচকে সাধুবাদ জানানো হয় তেমন ম্যাচ হারলে তাঁর সমালোচনা করা উচিত। শুধু ক্যাপ্টেনকেই কেন দোষারোপ করা হয় ? গাভাস্কারের মতে, দলের সাফল্য–ব্যর্থতা কখনোই এককভাবে অধিনায়কের উপর চাপানো উচিত নয়। সম্প্রতি, ভারতীয় টেস্ট দলে বিস্তর পরিবর্তন লক্ষ করা গিয়েছে।

Read More: খবর নেয় না ছেলে যুবরাজ, ঈশ্বরের কাছে মৃত্যু কামনা করলেন যোগরাজ সিং !!

এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) দুজনেই। যার পর দলের একাদশে একেরপর এক ম্যাচে ভিন্ন ভিন্ন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাটিংয়ে এসেছিলেন ওয়াসিংটন সুন্দর যেটি সম্পুর্ন অনুগামীদের চিন্তার বাইরে। ইনফর্ম সাই সুদর্শনের হয়নি এই টেস্টে জায়গা, তাছাড়া ভারতের কাছে ভালো উইকেটে খেলার সুযোগ থাকলেও স্পিন উইকেটে খেলার আর্জি জানান কোচ গম্ভীর। যা ভারতের কাছেই বুমেরাং হিসাবে ফিরে এসেছে।

গম্ভীরের কোচিংয়ে মিলেছে পরাজয়

Asia cup 2025, গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

গাভাস্কারের উদ্বেগের মূল কারণ গম্ভীরের টেস্ট কোচিং দক্ষতা। সীমিত ওভারের ক্রিকেটে গম্ভীরের আক্রমণাত্মক কৌশলী ভারতকে সফল বানালেও টেস্টে সফলতা আসছে না ভারতের। সাম্প্রতিক টেস্ট সিরিজগুলিতে ভারতের অস্থির পারফরম্যান্স এবং দল নির্বাচনে একাধিক পরিবর্তনের ফলে গম্ভীরকে নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজটি যদি ভারতীয় দল পরাজিত হয় তাহলে এটি হবে ভারতের শেষ ১২ মাসে তৃতীয় সিরিজে পরাজয়। দেশের মাটিতে একেরপর এক টেস্ট ম্যাচ হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রভাব পড়বে।

Read Also: বাদ শুভমান গিল, SA’এর বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন বিরাট কোহলির প্রিয় বন্ধু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *