CT 2025: "লাহোরের আলো পরিষ্কার তো?.." আফগানদের কাছে হারের পর ইংল্যান্ডকে কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল আফগানিস্তান ইংল্যান্ডকে (ENG vs AFG) হারিয়ে গ্ৰুপ ‘বি’-এর লড়াই আরও কঠিন করে দিয়েছে। এর সঙ্গেই আফগানদের বিপক্ষে পরাজিত হয়ে জশ বাটলাররা টুর্নামেন্টের বাইরে চলে গেছে। ফলে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ব্যর্থতার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) লড়াই চালিয়ে ইংলিশ বাহিনীরা ঘুরে দাঁড়াতে পারলো না। অন্যদিকে ‘মেন ইন ব্লু’-দের কাছে টি-টোয়েন্টি সিরিজে পর পর হারের পর হ্যারি ব্রুক (Harry Brook) ভারতের বায়ুদূষণ নিয়ে মন্তব্য করে ট্রোলিং হয়েছিলেন। এবার আফগানিস্তানের কাছে হারের পর সেই পুরনো মন্তব্য তুলে ধরে ইংল্যান্ড দলকে কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।

হ্যারি ব্রুককে কটাক্ষ করলেন সুনীল গাভাস্কারের-

CT 2025: "লাহোরের আলো পরিষ্কার তো?.." আফগানদের কাছে হারের পর ইংল্যান্ডকে কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার 2
AFG vs EnG | Image: Getty images

আফগানিস্তানের কাছে মাত্র ৮ রানে হারের সম্মুখীন হয়ে বর্তমানে ইংল্যান্ড (IND vs AFG) দল নিয়ে আলোচনার মধ্যে রয়েছে‌। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজও ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়েছিল। টি-টোয়েন্টি সিরিজে পরপর দুই ম্যাচে বরুণ চক্রবর্তীর Varun Chakaravarthy) বলে আউট হওয়ার পর ইংলিশ সহ অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook) বলেছিলেন, “চক্রবর্তী একজন অসাধারণ বোলার। তার বল বুঝতে পারা কঠিন। বিশেষ করে ধোঁয়াশার জন্য বল দেখতে অসুবিধা হচ্ছিল।” এই মন্তব্যের পর ইংলিশ তারকা ব্যাটসম্যান সমালোচনার মুখে পড়েছিলেন। এবার এই বিষয়টিকে উল্লেখ করে আফগানিস্তানের কাছে হারার পর ইংল্যান্ডকে (ENG vs AFG) খোঁচা দিলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তিনি ম্যাচের পরে এক আলোচনায় পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে (Wasim Akram) উদ্দ্যেশ্য করে বলেন, “ইংল্যান্ড বনাম আফগানিস্তানের (ENG vs AFG) ম্যাচ চলাকালীন লাহোরের আলো এবং বাকি সবকিছু ঠিক ছিলো তো? কারণ ব্রুক (Harry Brook) যখন কলকাতায় খেলছিলেন আউট হয়ে যাওয়ার পর ধোঁয়াশার কারণে বল দেখতে পাচ্ছিলেন না বলে জানিয়েছিলেন। আমি তাই জিজ্ঞাসা করছি। আশা করি লাহোরের আলো পরিষ্কার আছে।”

টানটান উত্তেজনাপূর্ণ ছিল আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ-

CT 2025: "লাহোরের আলো পরিষ্কার তো?.." আফগানদের কাছে হারের পর ইংল্যান্ডকে কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার 3
ENG vs AFG | Image: Getty images

গতকাল গ্ৰুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে আফগান তারকা ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান এবং ১৪৬ বলে ১৭৭ রান করে বিপক্ষদের চাপের মুখে ফেলেন। তার ব্যাট থেকে আসে ১২ টি চার এবং ৬ টি মূলবান ছয়। জাদরানের ব্যাটিংয়েই ভর করে আফগানিস্তান শেষ পর্যন্ত ৩২৬ রানের লক্ষ্যমাত্রা তৈরি করে। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নামলে বল হাতে আজমাতুল্লাহ ওমরজাইয়ের (Azmatullah Omarzai) ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি একাই ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর ফলে জো রুট (Joe Root) ১২০ রানে করে লড়াই চালালেও ইংল্যান্ড ৮ রানে হারের সম্মুখীন হয়। সেমিফাইনালে পৌঁছতে না পারলেও ১ মার্চ গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *