'ভারতের জন্যেই বেতন পান..' দেশের সমালোচনার বিরুদ্ধে তীব্র আক্রমণ সুনীল গাভাস্কারের 1

Sunil Gavaskar: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালের দৌড় থেকে এর মধ্যেই পাকিস্তান এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দল ছিটকে গেছে। অন্যদিকে ভারতীয় দল ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে গ্ৰুপ ‘এ’ থেকে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ চারে জায়গা করে নিয়েছে। পাকিস্তান এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আয়োজক দেশ হলেও ভারত প্রতিবেশী দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল। এর ফলে রোহিতদের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যু দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে ‘মেন ইন ব্লু’-রা বিশেষ সুবিধা পাচ্ছেন বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন (Michael Atherton) এবং নাসের হুসেন (Nasser Hossain)। এবার তাদের যোগ্য জবাব দিলেন প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)‌।

সমালোচনার জবাব দিলেন সুনীল গাভাস্কার-

Sunil gavaskar, sa va ind vs aus
Sunil Gavaskar | Image: Getty Images

ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলি খেলছে। এর ফলে তাদের অন্য দলগুলির মতো ভ্রমণ করতে হচ্ছে না। তাই রোহিত শর্মার নেতৃত্বাধীন ব্লু ব্রিগেডরা বিশেষ সুবিধা পাচ্ছেন বলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন (Michael Atherton) এবং নাসের হুসেন (Nasser Hossain) অভিযোগ তোলেন। তাদের দাবিকে সমর্থন জানান পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ (Aaqib Javed)। এবার এই মন্তব্যের বিপক্ষে তীব্র আক্রমণ করলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তিনি বলেন, “আমি মনে করি এরা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ মানুষ। আপনার দল কেন যোগ্যতা অর্জন করেনি সেই নিয়ে ভাবছেন না কেন? আপনাকে এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। ক্রমাগত ভারতের বিষয় না ভেবে আপনি কি কখনও নিজের ঘরের দিকে তাকাচ্ছেন? আপনাদের ছেলেদের এমন মানসিক অবস্থা যে তারা ম্যাচের ব্যর্থতা নিয়ে ভাবছেই না। আপনাদের দেশের জন্য খেলায় মনোযোগ দিতে হবে।

Read More: IPL 2025 শুরুর আগেই আলোচনায় গুজরাটের তারকা, ছাড়লেন দলের অধিনায়কত্ব

সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) এখানেই থেমে থাকেননি। বর্তমানে বিশ্ব ক্রিকেটে ভারতের অবস্থান কোন জায়গায় তা মনে করিয়ে দিয়েছেন। তিনি তীব্র আক্রমণ করে বলেন, “সব সময় তারা বলছে ‘ভারত এই সুবিধা পেয়েছে, ভারত ওই সুবিধা পেয়েছে।’ তারা শুধু বুঝতে পারছে না যে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে কোথায় দাঁড়িয়ে আছে। মান, আর্থিক সমৃদ্ধি, প্রতিভা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজস্ব তৈরির ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে।ম্যাচের টেলিভিশন এবং মিডিয়া স্বত্ব থেকে ব্যাপক রাজস্ব আয় করার ক্ষেত্রেও ব্লু ব্রিগেডরা ভূমিকা পালন করে। ফলে বোঝা দরকার বিশ্ব ক্রিকেটে ভারতের সফলতার ওপর তাদের বেতন নির্ভর করে থাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সাফল্য-

Rishabh pant,champions trophy 2025
Team India | Image: Getty Images

বর্তমানে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দল গ্রুপ ‘এ’-তে অবস্থান করছে। রোহিত শর্মা (Rohit Sharma) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নেন। টাইগারদের বিপক্ষে শুভমান গিল (Shubman Gill) দুরন্ত শতরান করেন। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ভয়ঙ্কর হয়ে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli)। তার অপরাজিত শতরানে ভর করে ভারত পাক বাহিনীদের ৬ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায়। আগামীকাল গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ‘মেন ইন ব্লু’-রা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।

Read Also: Sunil Gavaskar: “লাহোরের আলো পরিষ্কার তো?..” আফগানদের কাছে হারের পর ইংল্যান্ডকে কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *