“পা চাটা এক একটা…” বাংলাদেশ টেস্ট জয়ের কৃতিত্ব গম্ভীরকে দিতেই ক্রিকেট বিশেষজ্ঞদের একহাত নিলেন গাভাস্কার !! 1

Sunil Gavaskar: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের পর সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হচ্ছে ‘গামবল’। আসলে ভারত ও বাংলাদেশের ম্যাচে যে কোনো ফলাফল পাওয়া যেতে পারে তা স্বপ্নেও ভাবেননি ক্রিকেট প্রেমীরা। তবে, টিম ইন্ডিয়ার আক্রমণাত্মক মনোভাব বাংলাদেশের থেকে জয় ছিনিয়ে আনে। তবে বাংলাদেশের বিরুদ্ধে এই জয়ের পর ক্রিকেট বিশেষজ্ঞদের একহাত নিলেন গম্ভীর।

বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল টিম ইন্ডিয়া

Ind vs ban
IND vs BAN | Image: Getty Images

আসলে ভারত এবং বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম তিন দিন বৃষ্টি হওয়ার কারণে কেবলমাত্র ৩৫ ওভার খেলা সম্ভব হয়েছিল এবং শেষ দুই দিনে আবার খেলা শুরু হলে ভারতীয় দল ম্যাচটিতে ড্র না করে একটি ফলাফল দেওয়ার চেষ্টা করেছিল। যার কারণে ভারতীয় দলের ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছিল। ভারতীয় ব্যাটসম্যানদের দুরমুশ হয়ে যায় বাংলাদেশি দল। এই জয়ের পর ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই গৌতম গম্ভীরের ‘পা চাটছেন’! বলে বিস্ফোরক দাবি করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

ভারত বাংলাদেশের বিরুদ্ধে টি-২০র মেজাজে ব্যাটিং করেছে, বর্তমানে ইংল্যান্ড দল একই ভাবেই ব্যাটিং প্রদর্শন দেখিয়ে থাকে। ব্রান্ডন ম্যাককালাম ইংল্যান্ড দলের প্রধান কোচ হওয়ার পর থেকে তারাও আক্রমণাত্মক ক্রিকেটকে বেছে নিয়েছে। তাই ইংল্যান্ড দলের খেলার এই ভঙ্গিকে ‘বাজবল’ বলা হয়ে থাকে। অন্যদিকে, গম্ভীরের নাম অনুযায়ী ভারতের এই খেলার শৈলীকে ‘গামবল’ বলে অনেকেই নাম দিয়েছেন। আর এই কারণেই তৈরি হয়েছে আপত্তি।

ক্রিকেট বিশেষজ্ঞদের একহাত নিলেন গাভাস্কার

Sunil gavaskar is not happy with team india selection for wi-vs-ind series
Sunil Gavaskar । Image: Getty Images

সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) কথায় গম্ভীর ভারতীয় দলের কোচ হয়েছেন দুই মাস আগে, এত কম সময়ের মধ্যে তিনি খেলার ধরণ পাল্টে দিতে পারেননা। গম্ভীরকে কৃতিত্ব দেওয়া বিশেজ্ঞদের ‘পা চাটার’ তকমা ও লাগিয়েছেন তিনি। গাভাস্কার লেখেন, “ভারতের মাটিতে এমন আগ্রাসী ক্রিকেট মোটেই কার্যকরী নয়। এক-দুই ম্যাচে এমন খেলা দেখা যেতে পারে। ইংল্যান্ড ক্রিকেটের কথা বলতে গেলে, তাদের কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং অধিনায়ক বেন স্টোকসের হাত ধরে দলের ব্যাটিংয়ের মানসিকতা পুরো বদলে গিয়েছে। তবে ভারতে আমি মনে করি ক্যাপ্টেন রোহিত শর্মা বছরদুয়েক ধরে এমন আগ্রাসী ব্যাটিং করছেন। দলের বাঁকি সদস্যদের উৎসাহ দিচ্ছেন এভাবে ব্যাটিং করার জন্য।”

গাভাসকরের (Sunil Gavaskar) মতে, টিম ইন্ডিয়ার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য গম্ভীরকে নয় বরং কৃতিত্ব রোহিত শর্মাকে (Rohit Sharma) দেওয়া উচিত। এমনকি লিটল মাস্টার বলেছেন গম্ভীর কোনোদিন তার ক্যারিয়ারে এভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেননি। তাই ভারতীয় দলের মারকুটে ব্যাটিংকে মোটেই গামবল বলা যায় না। তবে গাভাস্কার ভারতীয় দলের এই নতুন ব্যাটিং আন্দাজকে ‘গোহিট’ বলতে চান তিনি।

Read Also: Sunil Gavaskar: “রোল মডেল হিসেবে আদর্শ ব্যক্তিত্ব…” আইপিএলের আগেই MS ধোনিকে নিয়ে মস্ত বড় বয়ান দিলেন গাভাস্কার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *