বর্তমানে চলমান ইংল্যান্ড বনাম ভারতের (IND vs ENG) টেস্ট সিরিজের দিকে ক্রিকেট বিশ্বের বিশেষ নজর রয়েছে। লর্ডসের মাটিতে তৃতীয় ম্যাচে ইতিমধ্যেই বেন স্টোকস (Ben Stokes) এবং শুভমান গিলদের (Shubman Gill) লড়াই জমে উঠেছে। তৃতীয় দিনের শেষে মাঠের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিতর্কিত বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েছিলেন শুভমান গিল (Shubman Gill) ও জ্যাক ক্রাউলি (Zak Crawley)। যা নিয়ে বর্তমানে রীতিমতো ক্রিকেট মহলে হইচই পড়ে গেছে। এর মধ্যেই ভারতের প্রথম ইনিংসে ঋষভ পান্থ (Rishabh Pant) এবং বেন স্টোকসের (Ben Stokes) মধ্যে ব্যাট এবং বোলের লড়াই দেখতে পাওয়া গেছে। ইংল্যান্ডের অধিনায়ক ধারাবাহিকভাবে শর্ট বল করে ভারতীয় সহ অধিনায়ককে বিভ্রান্ত করছিলেন। এই বিষয়ে এবার সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) মন্তব্য সামনে এলো।
Read More: IND vs ENG 3rd Test: মুখোমুখি শুভমান ও জ্যাক ক্রলি, তুমুল বাগ্বিতণ্ডায় আগুন জ্বললো তৃতীয় দিনের লর্ডসে !!
ইংল্যান্ডের শর্ট বল নিয়ে গাভাস্কারের মন্তব্য-

লর্ডসে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে ঋষভ পান্থ (Rishabh Pant) লড়াই চালাচ্ছিলেন। সেই সময় বেন স্টোকস (Ben Stokes) ৬ জন ফিল্ডারকে লেগ-সাইডের বাউন্ডারিতে সাজিয়ে ধারাবাহিকভাবে শর্ট বল করছিলেন। শরীর লক্ষ্য করে আসা বলগুলি বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। এই সময় তিনি বাম হাতের আঙুলে চোট পেয়েছিলেন। একাধিকবার গ্লাভসে আঘাত লাগার পর মাঠে ফিজিওকে পর্যন্ত ছুটে যেতে দেখা যায়। এই শর্ট বলের আক্রমণ দেখে খুশি হননি প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।
তিনি ধারাভাষ্য করার সময় রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, “আজ যতো বল করা হয়েছে তার মধ্যে ৫৬ শতাংশই ছিল শর্ট বল। তাদের ৪ জন ফিল্ডার বাউন্ডারিতে দাঁড়িয়ে বাউন্সারের জন্য অপেক্ষা করছিলেন। আমার মতে এটা ক্রিকেট নয়। যখন ওয়েস্ট ইন্ডিজ শর্ট বল করছিল তখন তারা প্রতি ওভারের দুটি বাউন্সার চালু করেছিল। ওয়েস্ট ইন্ডিজের শক্তি বেঁধে ফেলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”
আইসিসিকে দেখার জন্য আবেদন-

সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) শুধু সমালোচনা করেই থেমে থাকেননি। তিনি বিষয়টি আইসিসির নজরে আনার চেষ্টা করেছেন। এই কিংবদন্তি ব্যাটসম্যান এই বিষয়ে বলেন, “এটা ক্রিকেট নয়। লেগ সাইডে ৬ জনের বেশি ফিল্ডার রাখা উচিত নয়। আইসিসি (ICC) পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) যদি এই ঘটনাটি দেখেন তাহলে অবশ্যই আপনি নিশ্চিত করুন যে পরেরবার আর লেক সাইডে যেন ৬ জনের বেশি ফিল্ডার না থাকে।”
উল্লেখ্য গুরুত্বপূর্ণ সময় ঋষভ পান্থ (Rishabh Pant) লর্ডসে প্রথম ইনিংসে ১১২ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এসেছে ৮ চার এবং ২ টি ছয়। এর আগে হেডিংলেতে প্রথম টেস্টে ভারতের সহ অধিনায়ক দুই ইনিংসেই শতরান করে রেকর্ড গড়েছিলেন। উইকেটকিপার হিসেবেও ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে পান্থ (Rishabh Pant) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।