গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে আসার পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) একাধিক সিদ্ধান্তও ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে। টেস্ট ক্রিকেটে বিরাট পরিবর্তনের পর এবার ভারতীয় ওডিআই দলেও একাধিক পরিবর্তনে বর্তমানে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। অস্ট্রেলিয়ার (India vs Australia Series) বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগেই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে একদিনের অধিনায়ক হিসেবে আনা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। এর মধ্যেই এবার জাতীয় দলের দরজা বন্ধ হতে চলেছে হিটম্যানের বলে বিস্ফোরক মন্তব্য করলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।
Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বিরাট কোহলির, আজি’দের বিরুদ্ধে খেলবেন শেষ ম্যাচ !!
অধিনায়ক পরিবর্তনে হইচই-

বিরাট কোহলির (Virat Kohli) পর রোহিত শর্মা ভারতীয় দলের অধিনক হিসাবে দায়িত্ব নিয়ে দলের চিত্রটাই বদলে দিয়েছিলেন। এনে দিয়েছেন একের পর এক সাফল্য। তার হাত ধরেই ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে এবং ওডিআই বিশ্বকাপের (ODI WC) ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। এরপর ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয় করে ব্লু ব্রিগেডদের এনে দেন অনন্য সম্মান। হিটম্যানের নেতৃত্বেই এই বছর চ্যাম্পিয়নস ট্রফি জয় করে নতুন অধ্যায় শুরু করেছে গৌতম গম্ভীরের দল।
ফলে মনে করা হচ্ছিল তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। কিন্তু তার আগেই এই তারকা ব্যাটসম্যানকে সরিয়ে দিয়ে শুভমান গিলকে একদিনের অধিনায়ক হিসেবে নিয়ে আসা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রোহিত নিজেকে শুধুমাত্র ওডিআই ক্রিকেটের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করছিলেন। তার মধ্যেই বিসিসিআইয়ের (BCCI) এই অদ্ভুত সিদ্ধান্ত অনেক ক্রিকেটপ্রেমী মেনে নিতে পারছেন না।
জাতীয় দলের দরজা হচ্ছে বন্ধ-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত (Rohit Sharma)। তারপর এই বছর ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন হিটম্যান। মনে করা হচ্ছিল বিসিসিআই (BCCI) নির্বাচকদের চাপের মুখেই তিনি এইরকম সিদ্ধান্ত নিয়েছেন। এবার ওডিআই ক্রিকেটের জন্যেও এই তারকা ব্যাটসম্যানের দরজা বন্ধ হতে চলেছে বলে খবর সামনে এল।
ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয় ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মা খেলবেন না। যদি এই তারকা ব্যাটসম্যানের জায়গা নিশ্চিত না হয় তাহলে শুভমান গিলকে অধিনায়ক হিসাবে নিয়ে আসার সিদ্ধান্ত সঠিক।” উল্লেখ্য হিটম্যান এখনও পর্যন্ত ২৭৩ টি ওডিআই ম্যাচে ১১,১৬৮ রান সংগ্রহ করেছেন। তিনি একমাত্র ব্যাটসম্যান যার এই ফরম্যাটে ৩ টি ডবল সেঞ্চুরি রয়েছে।