ক্রিকেটে বয়স তারকাদের এক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। বর্তমানে রোহিত শর্মার (Rohit Sharma) বয়স ৩৮ বছর। কিন্তু তিনি এখনও একই রকম ছন্দে ব্যাট হাতে ভক্তদের মন জয় করে নিচ্ছেন। এই কারণে মনে করা হচ্ছিল হিটম্যান ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। দলকে এই টুর্নামেন্টে ট্রফি এনে দিয়েই অবসর ঘোষণা করবেন তিনি। কিন্তু ভক্তদের আশা ভেঙে চুরমার করে দিয়েছে বিসিসিআই (BCCI)। নতুন একদিনের অধিনায়ক হিসেবে শুভমান গিলকে নিয়ে আসা হয়েছে।এবার সমর্থকদের জন্য আরও খারাপ খবর আসতে চলেছে বলে জানালেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।
Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বিরাট কোহলির, আজি’দের বিরুদ্ধে খেলবেন শেষ ম্যাচ !!
রোহিতকে নিয়ে বড়ো সিদ্ধান্ত-

গত কয়েক বছরে বিশ্ব মঞ্চে রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয় থেকে শুরু করে এই বছর জাতীয় দলকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মতো শিরোপা। ব্যাট হাতেও এখনও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ম্যাচে ১৮০ রান সংগ্রহ করেছিলেন। কিন্তু এবার নির্বাচকদের সিদ্ধান্তে একদিনের ক্রিকেটের অধিনায়কত্বের পদ থেকে সরে গেলেন রোহিত।
নতুন ওডিআই অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে আসা হয়েছে। তাকে সামনে রেখেই আসন্ন ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর গিলকেই লাল বলের ক্রিকেটে নেতৃত্বে নিয়ে আসা হয়েছিল। এই ২৬ বছর বয়সী তারকা ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে গিয়ে তিনি সিরিজটি ড্র করতে সক্ষম হয়েছিলেন।
আসছে আরও খারাপ খবর-

বর্তমানে বিসিসিআই (BCCI) কর্মকর্তারা তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা করে একদিনের দল তৈরি করতে চাইছেন। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এইরকম পরিস্থিতির মধ্যে হিটম্যান অবসর ঘোষণা করতে পারেন বলে খবর সামনে এসেছে। এর মধ্যেই সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমরা জানি না রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুত কিনা। ভারতীয় দল খুব বেশি ওডিআই সিরিজ খেলে না।
আমার মনে হয় তাকে নিয়ে নির্বাচকরা আর চিন্তা ভাবনা করছেন না। রোহিত যদি আসন্ন ওডিআই বিশ্বকাপ না খেলেন তাহলে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত সঠিক।” অন্যদিকে সূত্র অনুযায়ী বিসিসিআইয়ের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যত চাপে পড়ে মেনে নিয়েছেন হিটম্যান। এই কারণে তিনি আসন্ন অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরের পর অবসর ঘোষণা করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সুনীল গাভাস্কার এই বিষয়ে বলেন, “আরও খারাপ খবর পাওয়ার জন্য নিজেদের তৈরি করুন।”