"শুভমানকে হাতে ধরে শেখাবে..", জসপ্রীত বুমরাহকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুনীল গাভাস্কার !! 1

ভারতীয় দলে বর্তমানে একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা ব্লু ব্রিগেডদের অনেকটাই চিন্তার মধ্যে রেখেছে। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এই সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। কিন্তু অনেকেই মনে করেছিলেন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) কাঁধে ভারতীয় লাল বলের ক্রিকেটের দায়িত্ব তুলে দেওয়া হবে। তবে সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) মনে করছেন অধিনায়কত্বের দায়িত্বে না থাকলেও জসপ্রীত বুমরাহ দলকে ভরসা দিতে চলেছেন।

Read More: “মোল্লার দৌড় মসজিদ,..”, সেমিফাইনালের আগেই এই বছর আইপিএলের যাত্রা শেষ করবে RCB, দলের ফর্ম দিচ্ছে ইঙ্গিত !!

দলের ভরসা জসপ্রীত-

"শুভমানকে হাতে ধরে শেখাবে..", জসপ্রীত বুমরাহকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুনীল গাভাস্কার !! 2
Jasprit Bumrah | Images: Getty Images

সাম্প্রতিক সময় বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত ফর্মে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনি একাই ৫ ম্যাচে ৩৯ টি উইকেট সংগ্রহ করেছিলেন। ফলে ২০২৪ সালের আইসিসির (ICC) সেরা ক্রিকেটার নির্বাচিত হন এই তারকা পেসার। অস্ট্রেলিয়া সফরে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে অধিনায়কত্ব করতেও দেখা গিয়েছিল। এই কারণে হিটম্যান আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নিয়ে নেওয়ার পর এই তারকা পেসার লাল বলের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু জসপ্রীত (Jasprit Bumrah) সম্প্রতি চোট সারিয়ে মাঠে ফিরছেন। তাই তার ওপর চাপ বাড়াতে চাইছে না বিসিসিআই (BCCI)। তবে ইংল্যান্ড সফরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) মনে করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দলের অন্যতম সদস্য এবং নিঃস্বার্থ ক্রিকেটার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) নির্বাচকদের জানিয়েছিলেন যে পিঠের সমস্যার কারণে তিনি সবকটি টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। তাই বিসিসিআই শুভমান গিলকে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে। ফলে শুভমানকে (Shubman Gill) অধিনায়ক হিসেবে বেছে নিতে বিসিসিআইয়ের সুবিধা হয়েছে। তবে জসপ্রীত বুমরাহ সবদিক থেকে শুভমানের পাশে থাকবেন এবং সাহায্য করবেন। ইংল্যান্ড ব্যাটসম্যানদের উইকেট তুলে নিয়ে ভারতীয় বোলিং অর্ডারকে নেতৃত্ব দেবেন এই তারকা পেসার।”

চোট সারিয়ে ফিরেছেন জসপ্রীত-

"শুভমানকে হাতে ধরে শেখাবে..", জসপ্রীত বুমরাহকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুনীল গাভাস্কার !! 3
Jasprit Bumrah | Images: Getty Images

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। এই টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ টি উইকেট সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তারপর অস্ট্রেলিয়া সফরে বল হাতে জ্বলে উঠেছিলেন এই পেসার। তবে এই সিরিজে তাকে অনেক বেশী চাপ নিতে হয়েছিল। এক ম্যাচে ৫০ ওভারের ওপর বল করেছিলেন তিনি। ফলে পঞ্চম টেস্ট ম্যাচ চলাকালীন পিঠে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। ৩ মাস ধরে তিনি নিজেকে সুস্থ করে তোলেন। আইপিএলের প্রথম দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) হয়ে মাঠে নামতে না পারলেও বিসিসিআইয়ের (BCCI) ছাড়পত্র পাওয়ার পর বর্তমানে বুমরাহ মুম্বাই শিবিরে যোগ দিয়েছেন। চলতি আইপিএলে (IPL 2025) ১০ ম্যাচের মধ্যে ১৭ উইকেট সংগ্রহ করে পার্পেল ক্যাপের দৌড়ে এগিয়ে চলেছেন এই তারকা।

Read Also: IPL 2026’এ CSK দলে যোগ দিচ্ছেন সুরেশ রায়না, তুলে নিচ্ছেন এই গুরুদায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *