রোহিত-বিরাটের পর এই খেলোয়াড় হয়ে উঠবেন তিন ফরম্যাটের প্লেয়ার, বড় ভবিষ্যৎবাণী গাভাস্কারের !! 1

Sunil Gavaskar: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন ধরে দাপটের সাথে এই ফরম্যাট খেলেছেন দুজনেই। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে রোহিত শর্মা এবং বিরাট কোহলি শীর্ষ দুই রং রান সংগ্রাহক ভারতের হয়ে। ভারতের জার্সিতে লাল বলের ফরমেটে আর দেখতে পাওয়া যাবে না এই দুই কিংবদন্তিকে। তবে রোহিত এবং বিরাটের পরিবর্তে ভারতীয় দলে পরিবর্তন প্রয়োজন। আর এই পরিবর্তনের জন্য যোগ্য খেলোয়াড় কে বাছাই করে নিলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ও কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। ভারতীয় দলের কিংবদন্তি তারকা এমন এক খেলোয়াড়কে নির্বাচিত করতে বলেছেন যিনি ভারতের তিন ফরমেটের খেলোয়াড় হয়ে উঠতে পারেন।

এই খেলোয়াড়কে বেছে নিলেন গাভাস্কার

Sunil gavaskar
Sunil Gavaskar | Image: Getty Images

যদিও বিসিসিআই সেই খেলোয়াড়কে কোনমতেই সুযোগ দিচ্ছে না। গাভাস্কারের বাছাই করা এই খেলোয়াড়টি হলেন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ঋতুরাজ গায়কওয়ার্ড (Ruturaj Gaikwad)। লিটল মাস্টার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) মন্তব্য করে বলেছেন ভারতীয় দলে ঋতুরাজ গাইকোয়ার্ডের মতন একজন খেলোয়াড়কে প্রয়োজন। তিনি তিন ফরমাটেই ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করতে সক্ষম। ভারতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন তিনি, যদিও ধারাবাহিকতার সঙ্গে কোনদিনই ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। সুনীল গাভাস্কার মনে করেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad) রোহিত শর্মা ও বিরাট কোহলির পর ভারতীয় দলকে তিন ফরমেটই প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন। মন্তব্য করে বলেছেন লিটল মাস্টার বলেছেন, “ঋতুরাজ গায়কওয়ার্ড একজন ক্লাস প্লেয়ার, তাকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া উচির। আমি বিশ্বাসী তিনি দলের হয়ে তিন ফরমাটে নিজের সেরাটা দেখাতে পারবেন। তাছাড়া ভবিষ্যতেও তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন। তার মধ্যে সেই গুণমান রয়েছে।

Read More: কপাল খুললো বাংলাদেশি তারকার, নিলেন আইপিএলের মঞ্চে সরাসরি এন্ট্রি !!

ধারাবাহিক ভাবে সুযোগ পান না ঋতুরাজ

Ruturaj Gaikwad, bcci
Ruturaj Gaikwad | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৩ সালে ঋতুরাজ ভারতের জার্সিতে তার শেষ ওডিআই ম্যাচটি খেলেছিলেন, এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে ২০২৪ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে ছন্দ দেখালেও জাতীয় দলে জায়গা হয়নি তাঁর। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি শতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে বিগত দেড় বছর ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। রোহিত ও বিরাট অবসর নেওয়ার পর ঋতুরাজ টেস্ট ফরম্যাট সহ বাঁকি দুই ফরম্যাটেও দলের হয়ে অভিষেক করার সুযোগ পাবেন বলেই আশা করা যায়।

Read Also: Sunil Gavaskar: “পাকিস্তানকে সরিয়ে দাও..”, দুই দেশের উত্তেজনার মধ্যে সুনীল গাভাস্কারের হুংকার, চাপে পাক ক্রিকেট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *