“যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও…” অশ্বিনকে ভারতীয় দলের অধিনায়ক ন করায় BCCI-কে একহাত নিলেন গাভাস্কার !! 1

সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে অশ্বিনের অবসর নিয়ে মোটেও খুশি নন কিংবদন্তি তারকা সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। ভারতীয় দলের কিংবদন্তি তারকা গাভাস্কারের মতে অশ্বিনকে নানানভাবে অপমান করেছেন নির্বাচকদের থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। বল ও ব্যাট হাতে বারবার জ্বলে উঠতেন অশ্বিন, বিশেষ করে ভারতের মাটিতে সবথেকে বড় ম্যাচ উইনার ছিলেন তারকা এই স্পিনার। তবে গাভাস্কারের মতে, ব্যাট ও বলে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েও যোগ্য সম্মান পাননি অশ্বিন।

অশ্বিনকে যোগ্য সম্মান দেয়নি বোর্ড

Ravichandran ashwin,BCCI, ind vs ban
Ravichandran Ashwin | Image: Getty Images

গাভাস্কারের মতে,  প্রতিভা থাকা সত্ত্বেও অশ্বিনকে কখনও দলের সহ-অধিনায়ক পর্যন্ত করা হয়নি। তার মতে অশ্বিনের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতন বেশ ক্ষমতা রয়েছে। তবুও তাকে সেই দায়িত্ব কোনোদিন তুলে দেওয়া হয়নি। ১০০-র বেশি টেস্ট খেলার পরেও তিনি ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। গাব্বায় বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের তৃতীয় ম্যাচের পঞ্চম দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন অশ্বিন। ভারতের জার্সিতে অশ্বিন ১০৬টি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তিনি ৫৩৭ টি উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সফল বোলার হয়ে উঠেছেন। অশ্বিন শুধু যে একজন বুদ্ধিমান বোলার তা নয়, তিনি একজন বুদ্ধিধারী ক্রিকেটারও। তারপরও তাঁকে কোনওদিন ভারতীয় দলের অধিনায়ক করা হয়নি। আইপিএল কিংবা ঘরোয়া লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে অশ্বিনের।

গাভাস্কার এ প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, “অশ্বিন ভারতের অসাধারণ অধিনায়ক হতে পারতেন। কিন্তু তাঁকে ভাইস ক্যাপ্টেনও করা হয়নি। দেরি হলেও কোনো নির্দিষ্ট টেস্ট বা সীমিত ওভারের ফরম্যাটে অশ্বিনকে সম্মান জানানোর সুযোগ ছিল। তবে, সেটাও হয়নি। তাই, রোহিত শর্মা যখন অশ্বিনকে তার শততম টেস্টে নেতৃত্ব দিতে বলেছিলেন, সেটা দেখে বেশ ভালো লেগেছিল।

ক্যাপ্টেন হওয়ার যোগ্য ছিলেন অশ্বিন

Ravichandran ashwin,BCCI, ind vs ban
Ravichandran Ashwin | Image: Getty Images

এরপর অধিনায়িকত্বের বিষয়ে মুখ খুলেছেন অশ্বিন নিজেও। তার মতে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে তবে, ভারতকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি তার হাতে ছিল না। অধিনায়কত্ব না পেয়েও কোনো আক্ষেপ নেই অশ্বিনের। অশ্বিনের কথায়, “আমার মনে হয় আমার পক্ষে কোন জিনিসটি কাজ করে বা অন্যদের কোন জিনিসটি কাজ করে সেটা বোঝার বুদ্ধি আমার রয়েছে। আমি ক্যারিয়ারের শুরুতেই ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি, বেশ কয়েকটি টুর্নামেন্টও জিতেছিলাম। আমার বিশ্বাস যে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আমার ছিল। তবে দেশের অধিনায়ক না হতে পারে আমার কোনো আক্ষেপ নেই বা অধিনায়ক হওয়ার বিষয়টি আমার হাতে ছিল না।

Read Also: Ravichandran Ashwin: অশ্বিনের অবসরে কপাল খুললো এই গুমনাম খেলোয়াড়ের, জাতীয় দলে পেলেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *