অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। রবিবার একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দলে সুযোগ পেয়ে ওয়াশিংটন সুন্দর (Washington Sundor), আর্শদীপ সিং (Arshdeep Singh) জ্বলে ওঠেন। তবে এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে যা বর্তমানে দলকে চিন্তার মধ্যে রেখেছে। ধারাবাহিকভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যর্থ হচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। এর মধ্যেই এবার বিসিসিআই (BCCI)’এর একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাস্কার। বর্তমানে তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে।
Read More: ট্রফি হাতে বিদায়, বিশ্বকাপ জয়ের পরই অবসরের ঘোষণা হারমানপ্রীতের !!
রান পাচ্ছেন না গিল-

এশিয়া কাপে (Asia Cup 2025) দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটে শুভমান গিলকে ফিরিয়ে আনা হয়। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি। ৭ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৭ রান। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন এই তারকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ বলে ৫ রান করে মাঠ ছেড়েছিলেন। তৃতীয় ম্যাচে রবিবার করেন ১২ বলে ১৫ রান। যার ফলে ভারতীয় দল রীতিমতো চাপের মুখে পড়ে গিয়েছিল।
এরপরই গিলের ভূমিকা সমালোচনার মুখে পড়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়ে আর্শদীপ সিং (Arshdeep Singh) আবারও নিজেকে প্রমাণ করেন।৪ ওভারে ৩৫ রান দিয়ে মোট ৩ টি উইকেট সংগ্রহ করেন তিনি। এছাড়াও ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং জিতেশ শর্মাও (Jitesh Sharma) ব্যাটিং অর্ডারে জায়গা পেয়ে জ্বলে ওঠেন। ২৩ বলে ৪৯ রান সংগ্রহ করেন সুন্দর। জিতেশের ব্যাট থেকে আসে ১৩ বলে ২২ রান। এর ফলে ভারত ৫ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়।
সমালোচনার মুখে গম্ভীরের ভূমিকা-

২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে বিসিসিআই (BCCI) এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকায় এবার ক্ষুব্ধ হলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তিনি গিলকে টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন তুলেছেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে জায়গা না দেওয়ার বিষয়েও নিজের মতামত প্রকাশ করলেন এই কিংবদন্তি ক্রিকেটার। সুনীল গাভাস্কার এক সাক্ষাৎকারে বলেন, “গম্ভীরের গিলকে টি-টোয়েন্টি ক্রিকেটে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া ঠিক হয়নি।
যশস্বী জয়সওয়াল এবং আর্শদীপ সিং’এর অবশ্যই দলে থাকা উচিত। তিলক বর্মাকে (Tilak Varma) ব্যাটিং অর্ডারে ৩ নম্বরে খেলাতে হবে। খুব বেশি দেরি হওয়ার আগে ভারতীয় দলের প্রধান কোচের কিছু সিদ্ধান্ত নিয়ে বিসিসিআইয়ের (BCCI) অবশ্যই প্রশ্ন তোলা দরকার।” উল্লেখ্য এই বছর এশিয়া কাপে তিলক বর্মা ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ নম্বরের বদলে ৫ নম্বরে ব্যাটিং করতে দেখা যায়। এইরকম ফর্মে থাকা ব্যাটসম্যানকে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনায় ক্রিকেট ভক্তরা রীতিমতো অবাক হয়েছিলেন।