কলকাতার মোহনবাগান থেকে যাত্রা শুরু করেছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। দুই দশক পেরিয়ে অবশেষে বর্ণময় কেরিয়ারে ইতি টানতে চলেছেন তিনি। ১৯৮৪ সালের ৩ অগস্ট সেকেন্দ্রাবাদ শহরে জন্ম সুনীলের (Sunil Chhetri)। বাবা কর্মরত ছিলেন ভারতীয় সেনায়। বদলি হয়ে যান দিল্লীতে। সেখানেই ছেলেবেলা কেটেছে তাঁর। ফুটবল পায়ে প্রথম মাঠে নামাও দেশের রাজধানী শহরেই। ২০০২ সালে বছর ১৮’র সুনীল দিল্লীরই সিটি ক্লাবের জার্সি গায়ে খেলেছিলেন ডুরান্ড কাপ। তাঁর দল কোয়ার্টার ফাইনালেও পৌঁছায় নি। চার ম্যাচ খেলে ১ গোল করেছিলেন সুনীল। কিন্তু সুযোগসন্ধানী তরুণের খেলা নজর কেড়েছিলো দর্শকদের। এরপরেই স্বপ্নপূরণ। দিল্লী থেকে সরাসরি সুযোগ পান ফুটবলের মক্কা-কলকাতায় খেলার। যোগ দেন সবুজ-মেরুন শিবিরে।
মোহনবাগানে কেরিয়ারের শুরুটা বেশ ওঠানামার মধ্য দিয়েই গিয়েছিলো সুনীলের (Sunil Chhetri)। কলকাতার বড় ক্লাবের জার্সিতে সুনীলের প্রথম উল্লেখযোগ্য মুহূর্ত আসে ২০০৪-০৫ মরসুমে। পরিবর্ত হিসেবে নেমেও টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে অসাধারণ হ্যাটিক করেন তিনি। অনুর্দ্ধ-২০ জাতীয় দলের নীল জার্সি গায়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় অভিষেক হয় তাঁর। ২০০৫-এ মোহনবাগান ছেড়ে যোগ দেন পাঞ্জাবের জেসিটি’তে। ঐ একই বছর সিনিয়র জাতীয় দলের হয়েও প্রথম মাঠে নামেন তিনি। এরপর ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফ সি, বেঙ্গালুরু এফ সি’র জার্সিতে ক্লাব ফুটবলের আঙিনায় আলো জ্বালিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে গড়েছেন একাধিক রেকর্ড। কিংবদন্তির মুকুট মাথায় নিয়েই আজ সরে যাওয়ার ঘোষণা করলেন সুনীল।
Read More: ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত তারকা ক্রিকেটার, খেলবেন টি-২০ বিশ্বকাপ !!
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে সুনীল-
২০০৫ থেকে ২০২৪ টানা ১৯ বছর ভারতীয় দলের হয়ে খেলেছেন সুনীল (Sunil Chhetri)। অভিষেক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে গোল করেছিলেন। এরপর যখনই মাঠে নেমেছেন, নিজের সেরাটা দিয়েছেন। দেশের হয়ে তিনবার জিতেছেন নেহরু কাপ। চারবার জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ। ২০১১, ২০১৯ ও ২০২৩ সালে দেশের হয়ে খেলেছেন এএফসি এশিয়া কাপ। আন্তর্জাতিক ফুটবলে ১৫০ম্যাচে আপাতত তাঁর গোল সংখ্যা ৯৪। সংখ্যার নিরিখে আন্তর্জাতিক আঙিনায় সক্রিয় তারকাদের মধ্যে বিশ্ব ফুটবলের দুই বেতাজ বাদশাহ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পরেই আসবে সুনীলের নাম। ভারতীয় ফুটবলকে বিশ্বের দরবার প্রতিষ্ঠা এনে দেওয়া সুনীল আজ ঘোষণা করলেন যে জুন মাসে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেন জাতীয় দলকে বিদায় জানাবেন তিনি।
কলকাতা থেকেই দেশের ফুটবলমহলে পরিচিতি পেয়েছিলেন তিনি। শেষটাও করছেন কলকাতাতেই। আগামী ২৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতের। তারপরেই অবসর নেবেন বলে জানিয়েছেন বছর ৩৯-এর ‘তরুণ।’ ৬৫০০০ আসনবিশিষ্ট যুবভারতীতে সেদিন যে তিলধারণের জায়গা থাকবে না তা নিশ্চিত। ভিডিও প্রকাশ করে সুনীল জানান, “গত ১৯ বছরের স্মৃতিকে ফিরে দেখতে গিয়ে আমি কর্তব্যের চাপ ও বাঁধনহারা আনন্দের এক মিশ্রন অনুভূত হচ্ছে।” আরও বলেন, “আমার কি দুঃখ হবে? অবশ্যই। আমি অনুশীলনকে ‘মিস’ করবো। ২০ দিন পরেই আমি আর থাকবো না। আমার ভিতরের শিশুটা কখনোই খেলা বন্ধ করতে চায় না। কিন্তু আমার মধ্যেকার বাস্তববাদী, পরিণত খেলোয়াড় বলছে সরে যাওয়ার এখনই সময়।”
দেখে নিন সুনীলের ভিডিও’টি-
I’d like to say something… pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সুনীল ছেত্রী-
বর্ণময়ে কেরিয়ারে দাঁড়ি টানছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। খবর সামনে আসার পর থেকেই উদ্বেল অনুরাগীরা। ফেসবুক, ট্যুইটার (X), ইন্সটাগ্রামের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। দেশের বিভিন্ন ফুটবল ক্লাবগুলি থেকে এসেছে শুভেচ্ছা। ট্যুইটারের দুনিয়ায় ট্রেন্ড করছে হ্যাশট্যাগ হ্যাপি রিটায়ারমেন্ট লেজেন্ড। ফুটবল কিংবদন্তির বিদায়বেলায় আবেগপ্রবণ ক্রিকেটতারকারাও। ট্যুইটারে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) লিখেছেন, “একটা দুর্দান্ত যাত্রাপথ ছিলো তোমার। অসাধারণ কেরিয়ারের জন্য শুভেচ্ছা।” পোস্ট করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-ও। তারা লিখেছে, “তোমার কেরিয়ারকে অসাধারণ ছাড়া অন্য কিছু বলা যাবে না। ভারতীয় ফুটবল ও খেলাধূলায় তোমার অবদান অনস্বীকার্য। ভালো থাকবেন, ক্যাপ্টেন।”
দেখুন BCCI-এর পোস্ট’টি-
Your career has been nothing short of extraordinary and you have been a phenomenal icon for Indian football and Indian sports. Go well, Captain! #TeamIndia https://t.co/g2a0yXRv5i
— BCCI (@BCCI) May 16, 2024
Also Read: সঞ্জু নাকি পন্থ? টি-২০ বিশ্বকাপের জন্য নিজের পছন্দ স্পষ্ট করলেন গৌতম গম্ভীর !!