২) ২০০২ সালে ন্যাটওয়েস্ট সিরিজ জয়-

ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ২০০২ সালে অনন্য নজির স্থাপন করেছিলেন। ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের (NatWest Seris) ফাইনালে প্রবেশ করেছিল ভারত এবং ইংল্যান্ড (IND vs ENG)। লর্ডসে ফাইনালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২৫ রান সংগ্রহ করেছিল ইংলিশ বাহিনী। এই রান তাড়া করতে নেমে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। এরপর মহম্মদ কাইফের (Mohammad Kaif) অপরাজিত ৮৭ রানে ২ উইকেটে জয় তুলে নেয় ভারত। ইংল্যান্ডের দাপটের মুখে লর্ডসের ডাগআউটে জার্সি খুলে উড়িয়ে আইকনিক উদযাপন করেছিলেন বাংলার দাদা। বিদেশের মাটিতে বিপক্ষদের স্তব্ধ করে দেওয়া এই ঐতিহাসিক মূহুর্ত আগামীর ভারতীয় দলকে এখনও আত্মবিশ্বাস জোগাচ্ছে।