অ্যাশেজ সিরিজে (Aahes Series 2025) দুরন্ত লড়াই করেও প্রথম ম্যাচে ইংল্যান্ড শেষ পর্যন্ত হারের সম্মুখীন হয়েছে। ম্যাচে ক্রিকেটের উত্তাপ মাঠ ছাড়িয়ে ক্রিকেট ভক্তদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। ঐতিহ্যবাহী এই সিরিজে জয় তুলে নিয়ে দুই দলই দৃষ্টান্ত তৈরি করতে চায়। তবে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ঘরের মাঠে নিজেদের ভাবনা-চিন্তা স্পষ্ট করে দিয়েছে। বল হাতে মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং ব্যাট হাতে ট্র্যাভিস হেড (Travis Head) বিধ্বংসী ফর্মে ছিলেন। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট (Joe Root) সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। সেই সময় প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) হতাশাপূর্ণ মুখ ক্যামেরায় ফুটে ওঠে। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: IPL’এর আগেই বদলে গেল মুম্বাইয়ের ক্যাপ্টেন, হার্দিক নয় সূর্যকুমার পেলেন দায়িত্ব !!
হতাশ করলেন জো রুট-

জো রুট আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের অন্যতম কিংবদন্তি একজন ব্যাটসম্যান। তিনি এই ফরম্যাটে ১৫৯ ম্যাচে ১৩,৫৫১ রান সংগ্রহ করেছেন। ফলে শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। ফলে ইংল্যান্ড যখন অ্যাশেজ সিরিজে পার্থে পিছিয়ে পড়েছিল তিনি ভরসা দেবেন বলেই ভক্তরা আশা করছিলেন। কিন্তু এই তারকা ব্যাটসম্যান দুই ইনিংসেই সম্পূর্ণ ব্যর্থ হন। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের করা বলে মারনাস লাবুশেনকে (Marnus Labuschagne) ক্যাচ দিয়ে শূন্য রানে মাঠ ছাড়েন।
দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ক সরাসরি জো রুটের উইকেট উড়িয়ে দেন। মাত্র ৮ রান করে ড্রেসিংরুমে ফিরে যান এই তারকা। সেই সময় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইনিংস তারকা স্টুয়ার্ট ব্রড। তিনি কিছুক্ষণের জন্য নিরব হয়ে যান। যেন এই আউট মেনে নিতেই পারছেন না তিনি। চোখ বন্ধ করে রীতিমতো হতাশার ভেঙ্গে পড়েন। অন্যদিকে তখন পাশ থেকে প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ম্যাথু হেইডেনকে (Matthew Hayden) অনেকটাই উচ্ছ্বসিত দেখাচ্ছিল। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিওটি-
অস্ট্রেলিয়ার দুরন্ত জয়-

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে বল হাতে কোণঠাসা করে দেন মিচেল স্টার্ক । তিনি একাই ১২.৫ ওভারে ৪ টি মেডেনের সঙ্গে ৫৮ রান দিয়ে মোট ৭ টি উইকেট তুলে নেন। এর ফলে প্রথম ইনিংসে ইংলিশ বাহিনী ১৭২ রানে অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়াও। বেন স্টোকস (Ben Stokes) এই ইনিংসে ৬ ওভারে ৫ টি উইকেট সংগ্রহ করে জ্বলে ওঠেন। ১৩২ রানেই স্টিভ স্মিথদের প্রথম ইনিংস শেষ হয়।
অন্যদিকে দ্বিতীয় ইনিংসে অজিদের লক্ষ্যমাত্রা ছিল ২০৫ রান। কঠিন পিচে এই রান তাড়া করা খুবই চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। কিন্তু ট্রাভিস হেডের (Travis Head) বিধ্বংসী ব্যাটিং সমস্ত সম্ভাবনা বদলে দেয়। তিনি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে আসে মাত্র ৮৩ বলে ১২৩ রান। ইনিংসটি সাজান ১৬ টা চার এবং ৪ টি ছয় দিয়ে। এর সঙ্গেই মারনাস লাবুশেন (Marnus Labuschagne) ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ফলে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।