stokes-injured-before-eng-vs-sl-tests

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) গত মরসুমে সরে দাঁড়িয়েছিলেন আইপিএল থেকে। চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে মাঠে দেখা যায় নি তাঁকে। তবে ২০২৫-এর টুর্নামেন্টে খেলার ব্যপারে অসম্মতি জানান নি তিনি। মেগা অকশনের টেবিলে নাম উঠলে নিঃসন্দেহে তারকা অলরাউন্ডারের পিছনে ছুটত একের পর এক ফ্র্যাঞ্চাইজি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), গুজরাত টাইটান্স, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) মত দলের প্রয়োজন রয়েছে নতুন অধিনায়ক। তারা বাজি ধরতে পারতেন স্টোকসের উপর। কিন্তু চোটপ্রবণতা আরও একবার বাধা হয়ে দাঁড়ালো তাঁর কাছে। বানচাল করে দিলো তাঁকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির যাবতীয় পরিকল্পনা। গতকাল দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আহত হয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।

Read More: ৬, ৬, ৬, ৪, ৪, ৪…শুভমানের ব্যাটে ধুন্ধুমার ‘ডাবল সেঞ্চুরি’, ৪ ছক্কা ও ২৯টি বাউন্ডারিতে সাজালেন ইনিংস !!

চোট পেলেন ইংল্যান্ড অধিনায়ক-

Ben Stokes | অধিনায়ক | Image: Twitter
Ben Stokes | Image: Twitter

ইংল্যান্ডে চলছে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট। গতকাল ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে মুখোমুখি হয়েছিলো ম্যাঞ্চেস্টার অরিজিনালস (MO-M) ও নর্দার্ণ সুপারচার্জার্স (NS-M)। জমজমাট ১০০ বলের ম্যাচে ম্যাঞ্চেস্টারকে রান তাড়া করে হারিয়ে দেয় সুপারচার্জার্স। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নর্দার্ন সুপারচার্জার্স অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। ধুন্ধুমার ইনিংস খেলেন ওপেনার ফিল সল্ট (Phil Salt)। মাত্র ২৮ বলে করেন ৬১ রান। উইকেটরক্ষক-ব্যাটারের সৌজন্যেই ১০০ বলে ১৫৩ রান স্কোরবোর্ডে যোগ করে অরিজিনালসরা। তাড়া করতে নামা সুপারচার্জার্সদের শুরুটা বিশেষ ভালো হয় নি। দ্রুত উইকেট হারিয়েছিলো তারা। কিন্তু রুখে দাঁড়ান অধিনায়ক ব্রুক ও নিকোলাস পুরান (Nicholas Pooran)। যথাক্রমে ৪৩ ও ৬৬* করে ৩ বল বাকি থাকতেই ম্যাচ ছিনিয়ে নেন তাঁরা।

জয়-পরাজয় ছাপিয়ে গতকালের ম্যাচের মূল আলোচ্য বিষয় হয়ে রইলো বেন স্টোকসের (Ben Stokes) চোট। নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ১৫ বল করে ২৯ রান খরচ করেন। সমস্যায় পড়েন রান তাড়া করতে নেমে। ম্যাথু শর্টের সাথে ওপেনার হিসেবে তাঁকে ব্যবহার করেছিলো দল। কিন্তু মাত্র ২ রান করেই মাঠে ছাড়তে হয় তাঁকে। বাম পায়ের হ্যামস্ট্রিং পেশীতে টান ধরে তাঁর। মাঠ ছাড়তেও সতীর্থদের সাহায্য লেগেছিলো তাঁর। পরে দেখা যায় ক্রাচের সাহায্যে হাঁটতে হচ্ছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক’কে। স্টোকসের (Ben Stokes) চোট নিয়ে চিন্তিত সুপারচার্জার্সের নেতৃত্বে থাকা হ্যারি ব্রুক’ও। খেলা শেষে তিনি জানান, “দেখে বিশেষ ভালো মনে হচ্ছে না। আগামীকাল স্ক্যান করা হবে। তারপর সম্পূর্ণটা বোঝা যাবে।” স্টোকসের বাম হাঁটুর পুরনো চোট ভোগাচ্ছিলো তাঁকে। হ্যামস্ট্রিং-এর সমস্যা আরও চাপে ফেললো তাঁকে।

চোট পাওয়ার পর স্টোকস, দেখুন ভিডিও-

টেস্ট সিরিজে অনিশ্চিত স্টোকস-

Ben Stokes | Image: Getty Images
Ben Stokes | Image: Getty Images

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। ওল্ড ট্র্যাফোর্ডেই আগামী ২১ অগস্ট থেকে শুরু হওয়ার কথা প্রথম ম্যাচটি। ২৯ অগস্ট ও ৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী দু’টি টেস্ট রয়েছে যথাক্রমে লর্ডস ও ওভালের মাঠে। হাতের আঙুল ভাঙায় এমনিতেই জ্যাক ক্রলিকে পাচ্ছে না ইংল্যান্ড। তার উপর স্টোকসের (Ben Stokes) চোট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তাদের। একটা সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকখানি নীচে নেমে গিয়েছিলেন জো রুট, মার্ক উড’রা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে লড়াইতে ফিরেছেন তারা। আপাতত ইংল্যান্ড রয়েছে ৬ নম্বরে। লঙ্কানদের বিরুদ্ধে সাফল্য পেলে আরও উপরের দিকে উঠতে পারে দল। কিন্তু কোচ ব্রেন্ডন ম্যাকালামের পরিকল্পনায় জোর ধাক্কা দিয়েছে স্টোকসের হ্যামস্ট্রিং-এর চোট। একান্তই যদি তিনি মাঠে না নামতে পারেন, তখন নেতা হিসেবে দেখা যাবে অলি পোপ’কে (Ollie Pope)।

Also Read: রোহিতের এক ভুলে ভাঙবে WTC ফাইনালের স্বপ্ন, দুঃসংবাদ সমর্থকদের জন্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *