জোফ্রা আর্চার সম্পর্কে একি বললেন স্টিভ স্মিথ ! 1

এবছরের মাঝামাঝি সময় ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে তারকা পেসার জোফ্রা আর্চারের। অভিষেকের পর থেকেই বার্বাডোজে জন্ম নেওয়া এই ইংরেজ ক্রিকেটার তার পেস বোলিং এর মধ্যে দিয়ে সকলের নজর কেড়েছেন। এমনকি এবারের গোটা এ্যসেজ জুড়ে তার দাপট ছিলো অব‍্যাহত‌।এবার তাকে নিয়ে এই বিশেষ মন্তব্য করলেন স্টিভ স্মিথ। ২০১৯ এর মে মাসে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় আর্চারের।খেলেছেন এবারের বিশ্বকাপ। প্রসঙ্গত, এবারই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড‌। এক্ষেত্রে আর্চারের ভুমিকা ছিলো খুবই গুরুত্বপূর্ণ।

জোফ্রা আর্চার সম্পর্কে একি বললেন স্টিভ স্মিথ ! 2

১১ ম‍্যাচে ২০ টি উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন আর্চার।প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশী উইকেট নেওয়ার রেকর্ড টি এখন তার দখলে। এবারের এ্যসেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় আর্চারের।ফের আরও একবার তার দাপট দেখা গেলো গোটা এ্যসেজে।চার ম‍্যাচে ২২ টি উইকেট নিয়েছিলেন তিনি।সফর শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার নাম ছিলো তৃতীয় স্থানে।

গোটা এ্যসেজে তার পেস বোলিং এ কার্যত নাকানি – চোবানি খাইয়েছেন অজি ব‍্যাটসম‍্যানদের।তার বোলিং এ আহত হয়েছিলেন স্টিভ স্মিথ।যদিও তার আহত হওয়া তাকে আটকে রাখতে পারেনি এবারের এ্যসেজের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার থেকে।সাত ইনিংসে তার রান সংখ্যা ছিলো ৭৭৪ ।গড় – ১১০.৫৭ ।গোটা সফর জুড়ে তার স্কোর কার্ডটি ছিলো এরকম -১৪৪, ১৪২,৯২,২১১,৮২,৮০,২৩ ।

জোফ্রা আর্চার সম্পর্কে একি বললেন স্টিভ স্মিথ ! 3
England’s Jofra Archer prepares for his bowl during the Cricket World Cup warm up match between England and Afghanistan at the Oval in London, Monday, May 27, 2019. (AP Photo/Frank Augstein)

প্রসঙ্গত, স্মিথ এবং আর্চারকে আইপিএলে প্রতিনিধিত্ব করতে দেখা যায় একই দলের হয়ে। দুজনেই রাজস্থান রয়‍্যালসের সদস্য। এ্যসেজ শেষে আর্চারের প্রশংসায় মাতলেন স্মিথ। আইপিএলের সূত্রে অনেকটা কাছ থেকে আর্চারকে দেখেছেন স্মিথ।এদিন তিনি বলেন, ” গতবারের আইপিএলে আর্চারকে অনেক কাছ থেকে দেখেছি , ও ” স্পেশাল ট‌্যালেন্ট “, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল “। ২০১৮ সাল থেকে আইপিএলে প্রতিনিধিত্ব করছেন জোফ্রা।দুবছরের উইকেট নিয়েছেন ২৬ টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *