আইসিসি’র টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন স্টিভ স্মিথ।এ্যসেজের শেষ টেস্টে শতরান মিস করেছিলেন স্মিথ।দুই ইনিংসে তার রান সংখ্যা ছিলো যথাক্রমে ৮০ এবং ২৩ ।গোটা সিরিজ জুড়ে তার দাপট ছিলো অব্যাহত।যা তাকে টেস্ট ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখতে সাহায্য করলো। পন্চম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছে ম্যাথু ওয়েড।এই সুবাদে ক্রমতালিকায় প্রথম তালিকায় ১০০ তে ঢুকে পড়ে। আছেন ৭৮ তম স্থানে। একসময় মনে হচ্ছিলো ওয়েড জিতিয়ে দিতে পারে অস্ট্রেলিয়াকে। কিন্তু শেষ অবধি ১১৭ রানে ইনিংস শেষ করে ওয়েড।
অন্যদিকে ইংল্যান্ডের বার্নস এবং বাটলারের পদোন্নতি হলো।বাটলার শেষ ইনিংসে ৭০ এবং ৪৭ রান করেছিলো, এইমুহুর্তে তিনি ২৭ নম্বর স্থানে আছেন ক্রমতালিকায়।অন্যদিকে বার্নস আছেন ৫৬ তম স্থানে।অন্যদিকে ওয়ার্নার নেমে এসেছেন ২৪ তম স্থানে। প্যাট কামিন্স, এবারের এ্যসেজের সর্বোচ্চ উইকেট শিকারী ধরে রাখলেন শীর্ষ স্থান।বোলিং তালিকায় তেমন কোনও পরিবর্তন লক্ষ্য না করা গেলেও পদোন্নতি হলো লিয়ঁ এবং মিচেল মার্শের।তারা আছেন যথাক্রমে ২২ এবং ৫৪ তম স্থানে।
ইংল্যান্ডের স্টোকস এবং ওক্সের হলো পদস্ফলন।অন্যদিকে গোটা সিরিজ জুড়ে দারুণ পারফরম্যান্স করা আর্চার উঠে এলো ৩৭ তম স্থানে। জ্যাক লিচ উঠে এসেছে ৩৯ তম স্থানে।শেষ টেস্টে ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।এ্যসেজ ২০১৯ শেষ হলো ড্রয়ের মধ্যে দিয়ে।প্রতি দল দুটি করে ম্যাচ জিতেছে।