অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) মাটিতে ওডিআই সিরিজে প্রথম ভারতীয় একদিনের দলের নেতৃত্বে দেখা গিয়েছিল শুভমান গিলকে (Shubman Gill)। এই তরুণ ব্যাটসম্যানের অধিনায়কত্বে ব্লু ব্রিগেডরা লজ্জাজনক হারের সম্মুখীন হয়। অন্যদিকে রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট হাতে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যান। তার দুরন্ত পারফর্মেন্সেই সিডনিতে সিরিজের তৃতীয় ম্যাচে ভারত জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। ফলে হিটম্যানকে আবারও ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে জাতীয় দলের নেতৃত্বের পদে ফিরিয়ে আনার জন্য দাবি করছেন ভক্তরা। এর মধ্যেই এবার অধিনায়ক পরিবর্তনের খবর সামনে এসেছে।
Read More: “২০২৭ বিশ্বকাপ রোহিত খেলবে..”, কোচের মন্তব্যে চাঞ্চল্য ভারতীয় ক্রিকেট মহলে !!
বদলে গেল অধিনায়ক-

ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ (Ashes Series) সবসময়ই টানটান উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। নভেম্বর মাসে এই বছর অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ সিরিজটি শুরু হতে চলেছে। তার আগেই দুই দল বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তবে ঘরের মাঠে এবার প্যাট কামিন্স (Pat Cummins) অজি বাহিনীদের নেতৃত্ব দিতে পারছেন না। তিনি চোটের কারণে ছিটকে গেছেন। তার বদলে অভিজ্ঞ তারকা স্টিভ স্মিথ (Steve Smith) দলকে নেতৃত্ব দেবেন।
২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই বছর অ্যাশেজের প্রথম ম্যাচ। এই ম্যাচে স্মিথ জাতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে এই অজি তারকা অস্ট্রেলিয়া দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। এখনও পর্যন্ত ১১৯ টি টেস্ট ম্যাচে মোট ১০,৪৭৭ রান সংগ্রহ করেছেন তিনি। এই ফরম্যাটে তার ঝুলিতে আছে মোট ৩৬ টি শতরান।
চোটের কবলে প্যাট কামিন্স-

প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ভারতীয় দলকে হারিয়ে ট্রফি জয় করেছিল অস্ট্রেলিয়া। শেষ অ্যাশেজ সিরিজে তার নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে অজি বাহিনী ২-২ ম্যাচে ড্র করতে সক্ষম হয়েছিল। কিন্তু এবার চোটের কারণে ঘরের মাটিতে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ (AUS vs WI Series) সফরের পর লাম্বার বোন স্ট্রেসের সমস্যা তার বৃদ্ধি পেয়েছিল।
ভারতের বিপক্ষে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন কামিন্স। তবে তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরে আসার বিষয় আশাবাদী ছিলেন। অন্যদিকে প্রথম ম্যাচে খেলতে না পারলেও ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও কামব্যাক করার সম্ভাবনা রয়েছে তার। এখনও পর্যন্ত এই তারকা দেশের হয়ে ৭১ টি টেস্টে ৩০৯ টি উইকেট সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে ১৫৪৮ রান।