CT 2025: গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে ভারতীয় দলের বিপক্ষে অস্ট্রেলিয়া (IND vs AUS) মাঠে নেমেছিল। কিন্তু রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব এবং বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং সমস্ত সমীকরণ বদলে দিয়েছে। আগ্ৰাসী অজি বাহিনীদের’ মেন ইন ব্লু’-রা পরাজিত করে ইতিহাস তৈরি করে। এবার এই হারের সম্মুখীন হয়ে অধিনায়কের দায়িত্ব হারালেন স্টিভ স্মিথ (Steve Smith)। ২০২৩ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে পৌঁছাতে না পারা সমর্থকদেরও হতাশ করেছে। ফলে এবার প্যাট কামিন্স (Pat Cummins) দেশের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন।
সেমিফাইনালে হার অস্ট্রেলিয়ার-

গতকাল দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith) ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি একাই দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার ব্যাট থেকে ৯৬ বলে ৭৩ রানের ইনিংস আসে। এরপর মিডল অর্ডারে অ্যালেক্স ক্যারি (Alex Carey) ৫৭ বলে দুরন্ত ৬১ রান করে দলকে ভরসা দেন। ফলে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে। ভারতের হয়ে মহম্মদ শামি (Mohammed Shami) ৩ টি এবং বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ২ টি করে উইকেট সংগ্রহ করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি একাই ৯৮ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। বিরাটের সঙ্গে জুটি বেঁধে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গুরুত্বপূর্ণ ৪৫ রান করে দলকে সাহায্য করেন। নিচের দিকে ব্যাট করতে এসে কেএল রাহুলও (KL Rahul) দায়িত্বের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে অপরাজিত ৩৪ বলে ৪২ রান আসে। ফলে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এর সঙ্গেই রোহিত শর্মার দল ৪ উইকেটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
অধিনায়কত্ব হারালেন স্মিথ-

প্যাট কামিন্সের চোট থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে স্টিভ স্মিথ (Steve Smith) অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। এর আগে স্মিথ দীর্ঘদিন বিশ্বের অন্যতম সফল ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলেছেন। তিনি এখনও পর্যন্ত টেস্টে দেশকে ৪০ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ২৩ টি ম্যাচে জয়লাভ করেছেন তিনি। অন্যদিকে ওডিআই ক্রিকেটে ৬৪ টি টি ম্যাচে স্মিথকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তার মধ্যে ৩১ ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সেমিফাইনালে হারের পর তাকে অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার অজিদের ওডিআই ফরম্যাটেও প্যাট কামিন্স (Pat Cummins) দলকে নেতৃত্ব দেবেন। উল্লেখ্য ২০২৩ সালে কামিন্সের নেতৃত্বেই অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় লাভ করে এবং ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।