এক দশক পর বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) জিতেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। ভারতের বিরুদ্ধে দাপুটে জয়ের সুবাদে আগামী জুনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করে ফেলেছে ব্যাগি গ্রিন বাহিনী। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আগামী ১৯ তারিখ থেকে পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে বসতে চলেছে আসর। অজি শিবির রয়েছে গ্রুপ-বি’তে। ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। উপমহাদেশের মাঠে ২০২৩-এ বিশ্বকাপ (ICC World Cup) জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। একের পর এক টুর্নামেন্টে সাম্প্রতিক সাফল্য আত্মবিশ্বাস যোগালেও ক্যাঙারুবাহিনীকে খানিক চাপে রেখেছে চোট-আঘাত সমস্যা।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের ক্ষেত্রে BCCI-এর পাঁচ সিদ্ধান্ত, যা মাথার উপর দিয়ে যাচ্ছে ক্রিকেটজনতার !!
সিডনি ডার্বিতে আহত স্টিভ স্মিথ-
আসন্ন শ্রীলঙ্কা সফরে (SL vs AUS) অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করার কথা ছিলো স্টিভ স্মিথের (Steve Smith)। যদি প্যাট কামিন্স চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকে ছিটকে যান তাহলে পাকিস্তানের মাটিতেও স্মিথকেই সম্ভাব্য অধিনায়ক বলে মনে করছিলেন অজি ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু বিগ ব্যাশ লীগ (BBL) খেলতে গিয়ে তিনি আহত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়লো তাঁদের। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিডনি থাণ্ডার্সের (Sydney Thunders) মুখোমুখি হয়েছিলো স্মিথের (Steve Smith) সিডনি সিক্সার্স (Sydney Sixers)। খারাপ আবহাওয়ার জন্য মাত্র পাঁচ ওভারের বেশী এগোয় নি খেলা। ভেস্তে যায় সিডনি ডার্বি। এই বৃষ্টিস্নাত ম্যাচেই ফিল্ডিং করার সময় কনুইতে আঘাত পান তারকা ক্রিকেটার।
স্মিথের (Steve Smith) চোটে বেশ বেকায়দায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সংবাদমাধ্যম কোড স্পোর্টস মারফত খবর মিলেছে যে শীঘ্রই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সাক্ষাৎ করবেন ক্রিকেট তারকা। তাঁর পরামর্শ মেনেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে চলেছেন তিনি। ২৯ তারিখ থেকে গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট (SL vs AUS)। আপাতত ঠিক রয়েছে যে দুবাইতে সতীর্থদের সাথে অনুশীলন শিবিরে যোগ দেবেন স্মিথ (Steve Smith)। কিন্তু তাঁর চোট যদি গুরুতর হয়, সেক্ষেত্রে লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নাও নামতে পারেন তিনি। সেক্ষেত্রে বাম হাতি ব্যাটার ট্র্যাভিস হেডের (Travis Head) মাথায় উঠবে নেতৃত্বের মুকুট।
চোটে জর্জরিত অস্ট্রেলিয়া-
চোট-আঘাতের দরুণ রীতিমত মিনি হাসপাতাল বলা যায় অস্ট্রেলিয়া শিবিরকে। স্টিভ স্মিথ (Steve Smith) ছাড়াও আহতের তালিকা বেশ দীর্ঘ ক্যাঙারুবাহিনীর। পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য দীর্ঘ সময়ের জন্য ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেন নি তিনি। নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। পূর্ণ সময়ের অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) নিয়েও রয়েছে সংশয়। গোড়ালির পুরনো চোট ভোগাচ্ছে তাঁকে। শ্রীলঙ্কা সফরে খেলছেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকলেও তাঁর প্রত্যাবর্তন এখনও অনিশ্চয়তার গর্ভে। তারকা পেসার মিচেল স্টার্ককেও (Mitchell Starc) বর্ডার-গাওস্কর ট্রফিতে ভুগিয়েছে পিঠের সমস্যায়। এছাড়া আরেক ফাস্ট বোলার জশ হ্যাজেলউড’ও (Josh Hazlewood) সাইড স্ট্রেনের জন্য আপাতত মাঠের বাইরে। আইসিসির মেগা টুর্নামেন্টের আগে আদৌ ফিরতে পারবেন কিনা নিশ্চিত নয় তা।