তারকা ব্যাটার স্টিভ স্মিথকে (Steve Smith) ছাড়াই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অংশ নিয়েছিলো অস্ট্রেলিয়া। সাম্প্রতিক কালে টেস্ট ও ওডিআইতে নিয়মিত হলেও কুড়ি-বিশের ক্রিকেটে প্রায়শই তাঁকে দলের বাইরে রেখেই মাঠে নামছিলো অজিবাহিনী। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটেও এখনও যে তিনি ফুরিয়ে যান নি তা ব্যাট হাতে আজ প্রমাণ করে দিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। আমেরিকার মাটিতে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট মেজর লীগ ক্রিকেটের ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্ণসের মুখোমুখি হয়েছিলো স্টিভ স্মিথের ওয়াশিংটন ফ্রিডম (WF)। অধিনায়ক স্মিথের ধুন্ধুমার ইনিংসের সৌজন্যেই ট্রফি জিতে নিলো ওয়াশিংটন শিবির। গত বছর মেজর লীগে ক্রিকেটের (MLC) প্রথম মরসুমে খেতাব জিতেছিলো এম আই নিউ ইয়র্ক (MINY)। দ্বিতীয় মরসুমে ট্রফি গেলো মার্কিন মুলুকের রাজধানী শহরে।
Read More: IPL 2025: সরতেই হচ্ছে ধোনি’কে, BCCI-এর সিদ্ধান্তের কারণেই দল ছাড়ছেন CSK মহাতারকা !!
ফাইনালে অপ্রতিরোধ্য স্টিভ স্মিথ-
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মেজর লীগ ক্রিকেটের ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠলেন স্টিভ স্মিথ (Steve Smith)। এই মুহূর্তে আইসিসি টি-২০ র্যাঙ্কিং-এ শীর্ষে থাকা ব্যাটার ট্র্যাভিস হেড’কে সাথে নিয়ে ওপেন করতে নেমেছিলেন স্মিথ। ৬ বলে ৯ করে উইকেট হারান হেড। কিন্তু আজ দমানো যায় নি ওয়াশিংটন ফ্রিডম অধিনায়ককে। প্রতিপক্ষ দলে প্যাট কামিন্স (Pat Cummins), হাসান খান, হারিস রউফের মত বোলাররা ছিলেন। কিন্তু স্মিথের আক্রমণের জবাব ছিলো না কারও কাছেই। একের পর এক বল’কে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন অজি তারকা। মাত্র ৫২ বলে প্রায় ১৭০ স্ট্রাইক রেটে ৮৮ রান করেন স্টিভ স্মিথ (Steve Smith)। মারেন ৭টি চার ও ৬টি বিশাল ছক্কা হাঁকান তিনি। অর্থাৎ ১৩টি বলেই বাউন্ডারি ও ওভার-বাউন্ডারির সাহায্যে ৬৪ রান এসেছে আজ তাঁর ব্যাট থেকে।
সহজেই খেতাব জয় ওয়াশিংটন ফ্রিডমের-
টসে আজ জিতেছিলো সান ফ্রান্সিসকো ইউনিকর্ণস (SFU)। তাদের অধিনায়ক কোরি অ্যান্ডারসন প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন। ট্র্যাভিস হেড’কে ফিরিয়ে প্রথমে ওয়াশিংটনকে চাপে ফেলেছিলেন প্যাট কামিন্স। কিন্তু এরপর স্টিভ স্মিথ (Steve Smith) ঝড়ে বেশ বিপর্যস্ত হয়ে পড়ে ইউনিকর্ণস। আন্দ্রিয়াস গাউস, রচিন রবীন্দ্র’রা বড় রান না পেলেও সমস্যায় পড়ে নি ওয়াশিংটন। পাঁচ নম্বরে নেমে ২২ বলে ৪০ করে আক্রমণের ঝাঁঝ বাড়ান গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান করে ওয়াশিংটন। রান তাড়া করতে নেমে মার্কো ইয়ানসেনের বোলিং বিক্রমে জোর ধাক্কা খায় সান ফ্রান্সিসকো। ফিন অ্যালেন (Fin Allen), জেক ফ্রেজার ম্যাকগার্কের মত পরিচিত নাম তাদের ব্যাটিং লাইন-আপে থাকলেও রান পান নি কেউই। ১৬ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় তারা। ৯৬ রানের বিশাল ব্যবধানে জেতে ওয়াশিংটন।
স্টিভ স্মিথের কেরিয়ার পরিসংখ্যান-
লেগস্পিনার হিসেবে কেরিয়ারের শুরুটা করেছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। একটা সময় তাঁকে কিংবদন্তি শেন ওয়ার্নের উত্তরসূরি মনে করতেন অস্ট্রেলীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু পরে ব্যাটিং নক্ষত্র হয়ে ওঠেন তিনি। দেশের হয়ে ২০১০ সালে তাঁর অভিষেক হয় তিন ফর্ম্যাটেই। এখনও পর্যন্ত স্মিথ (Steve Smith) খেলেছেন ১০৯টি টেস্ট। ৫৬.৯৭ গড়ে তাঁর সংগ্রহ ৯৬৮৫ রান। করেছেন ৩২টি শতরান ও ৪১টি অর্ধশতক। একদিনের ক্রিকেটে তিনি খেলেছেন ১৫৮ ম্যাচ। রান সংখ্যা ৫৪৪৬। গড় প্রায় ৪৪। সংগ্রহে রয়েছে ১২টি শতরান ও ৩৩টি অর্ধশতরান। টি-২০ ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ মাঠে নেমেছেন ৬৭টি ম্যাচে। ২৪.৮৬ গড়ে তিনি করেছেন ১০৯৪ রান। অর্ধশতকের সংখ্যা ৫টি। ২ বার ওডিআই বিশ্বকাপ জিতেছেন তিনি। ১ বার করে জিতেছেন টি-২০ বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।