IPL 2025: ২০২১-এর পর থেকে আইপিএলের (IPL) প্লে-অফ পর্বের যোগ্যতা অর্জন করতে লাগাতার ব্যর্থ হয়েছে দিল্লী ক্যাপিটালস। এবার ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে উঠতে নতুন উদ্যমে দল গড়েছিলো তারা। বদলে ফেলেছিলো কোচ ও অধিনায়ক’ও। টুর্নামেন্টের শুরুটাও দিল্লী করেছিলো দারুণ ভাবে। একটা সময় ছিলো পয়েন্ট তালিকার শীর্ষেও। কিন্তু মরসুমের পঞ্চম ম্যাচ থেকে পদস্থলন শুরু হয় দিল্লীর। শেষ সাতটি ম্যাচের মধ্যে দু’টি জিতেছে তারা। হেরেছে চারটি। পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যায় মাঝপথে। এরপরে গোটা টুর্নামেন্টই স্থগিত হয়ে গিয়েছে এক সপ্তাহের জন্য। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট-সহ শেষ চারের দৌড়ে এখনও রয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। বাকি দুই ম্যাচের দুটিতে জিতলে খুলতে পারে নক-আউটের দরজা। তবে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে তাদের চিন্তা বাড়িয়েছেন মিচেল স্টার্ক।
Read More: IPL 2025: ছাঁটাই নিশ্চিত ব্র্যাভো-চন্দ্রকান্ত পণ্ডিতের, পরবর্তী কোচ খুঁজে নিলো নাইট রাইডার্স !!
IPL থেকে সরে দাঁড়াতে পারেন স্টার্ক-

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে ট্রফি জিতেছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। নভেম্বরের মেগা নিলামে ১১.৭৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে সামিল করে দিল্লী ক্যাপিটালস। নতুন দলের হয়েও বেশ ভালো পারফর্ম্যান্স তাঁর। এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন অস্ট্রেলিয়ার বাম হাতি পেসার। তবে টুর্নামেন্টের মহাগুরুত্বপূর্ণ অংশে তাঁকে আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা গিয়েছে সংশয়। ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে আইপিএল (IPL) স্থগিত হওয়ায় স্ত্রী অ্যালিসা হিলি’কে (Alyssa Healy) নিয়ে সিডনি ফিরে গিয়েছেন স্টার্ক (Mitchell Starc)। আগামী ১৬ বা ১৭ মে টুর্নামেন্ট ফের শুরু হওয়ার আভাস থাকলেও নিরাপত্তাব্যবস্থা নিয়ে এখনও নিঃসংশয় নন তারকা পেসার। এই মুহূর্তে ভারতে ফিরতে চাইছেন না তিনি, খবর সংবাদমাধ্যম সূত্রে।
অজি ক্রিকেটার নিজে এখনও জানান নি কিছুই। তবে 9নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে ম্যানেজার স্বীকার করে নিয়েছেন যে ভারতে ফিরে আসার ব্যাপারে দ্বিধায় রয়েছেন মিচেল বাম হাতি পেসার। একা স্টার্ক নয়, আইপিএলের (IPL) দ্বিতীয় অংশে খেলতে নাকি রাজী হচ্ছেন না কামিন্স, ট্র্যাভিস হেড’দের অস্ট্রেলিয়ার অন্যান্য তারকাও। আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। আপাতত সেখানেই ফোকাস করতে চান তাঁরা। ব্যাগি গ্রিন ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তনী মার্ক টেলর’ও। তিনি সাক্ষাৎকারে বলেছেন, “দিনের শেষে আমরা একটা ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করছি। আমরা মানুষের জীবিকা, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি। আমার কাছে এগুলো টাকার চেয়ে অনেক বেশী অগ্রাধিকার পায়।”
বিমানে উঠেও ফিরে এলেন পন্টিং-

ভারত-পাক সংঘর্ষের ফলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিদেশী ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা যখন দেশে ফিরে গিয়েছেন তখন ব্যতিক্রমী নজির গড়লেন পাঞ্জাব কিংস (PBKS) কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। দেশে ফেরার সুযোগ ছিলো তাঁর কাছেও। কোয়ান্তাস সংস্থার বিমানে চড়েও বসেছিলেন তিনি। কিন্তু দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির চুক্তি হয়েছে শোনা মাত্র বিমান থেকে নেমে পড়েন তিনি। ইতিমধ্যে যোগ দিয়েছেন পাঞ্জাব কিংস (PBKS) শিবিরেও। এমনকি পাঞ্জাব কিংস শিবিরের বিদেশী তারকাদেরও ভরসা যোগান ভারত না ছাড়তে। ফুরফুরে মেজাজে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের দক্ষিণ আফ্রিকান ওপেনার রায়ান রিকলটন’ও। আইপিএলের মাঝপথে দিনকয়েকের ‘ছুটি’ পেয়ে তিনি পরিবারকে নিয়ে আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন। সেই ছবিও রিকলটন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।