IPL 2024: এগিয়ে আসছে ক্রিকেটের উৎসব-ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ব্যাট-বলের দ্বৈরথ। প্রতি বছরের মত একবারেই সম্পূর্ণ নির্ঘন্ট প্রকাশ করা এবার সম্ভবত হয় নি বিসিসিআই-এর তরফে। নেপথ্যে দেশের লোকসভা ভোট। নিরাপত্তাজনিত সমস্যায় যাতে না ভুগতে হয়, তা নিশ্চিত করতে টুর্নামেন্টের কেবল প্রথম ১৭ দিনের সূচি প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। এরপর ভোটের দিনক্ষণ সামনে এলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ১ জুন থেকে রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024), তার আগে আইপিএল শেষ করার চ্যালেঞ্জও রয়েছে ভারতীয় বোর্ডের সামনে।
Read More: WPL 2024, GGW vs DCW, Match No-10, Preview: শক্তিশালী দিল্লির চ্যালেঞ্জ নিতে তৈরি গুজরাট, ম্যাচ জিততে দুই শিবিরই পাতছে মারাত্মক জাল !!
IPL ঘিরে থাকছে বিজ্ঞাপনী চমক-

টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি প্রায় এক মাস। কিন্তু এর মধ্যেই বিজ্ঞাপনী চমক দেখা গিয়েছে আইপিএল ঘিরে। অনলাইন স্ট্রিমিং-এর স্বত্বাধীকারী জিও সিনেমার বিজ্ঞাপনে চোখে পড়েছে শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের। টেলিভিশন সম্প্রচারের স্বস্ত্ব রয়েছে ডিজনি+স্টারের হাতে। বিজ্ঞাপনের জগতে পিছিয়ে থাকতে রাজী নয় তারাও। স্টারের বিজ্ঞাপনের বেশ কিছু ভিডিও ফুটেজ আগেই প্রকাশ পেয়েছিলো সমাজমাধ্যমে। সেখানে কে এল রাহুল (KL Rahul), ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শ্রেয়স আইয়ারদের মত ক্রিকেট নক্ষত্রের বিজ্ঞাপনের স্ক্রিপ্ট বা প্রোডাকশন টিমের ব্যবস্থাপনায় মেজাজ হারাতে দেখা গিয়েছিলো। গোপন ভিডিও হিসেবে সেগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেই, তাকে বিজ্ঞাপনী প্রচারের অংশ হিসেবেই দেখছিলেন অনেকে। এবার ক্রিকেট তারকাদের নিয়ে একঝাঁক নতুন বিজ্ঞাপন এলো বাজারে।
মাথায় পাগড়ি, পাঞ্জাবি ধাবায় পন্থ-

২০২২ সালের সড়ক দুর্ঘটনা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) ক্রিকেট কেরিয়ারকে। এক বছরেরও বেশী সময় ক্রিকেট খেলতেই পারেন নি তিনি। তাঁর দল দিল্লী ক্যাপিটালস (DC) সূত্রে জানা গিয়েছে যে ২০২৪-এর আইপিএলে (IPL) অবশেষে কামব্যাক করতে চলেছেন তিনি। প্রথম ম্যাচ থেকেই কি পন্থ মাঠে নামবেন? এই জল্পনার মাঝেই স্টারের জন্য তাঁর বিজ্ঞাপন’টি মুখে হাসি ফুটিয়েছে অনুরাগীদের। পাঞ্জাবি সাজে দলবল সমেত একটি ধাবায় যেতে দেখা গিয়েছে তাঁকে। লস্যির গ্লাস হাতে চোখ টেলিভিশনের পর্দায়। চলছে আইপিএল। সেখানে রোমহর্ষক ম্যাচে পছন্দের দলের জয় দেখে ডাকাবুকো চেহারার সর্দারজিদেরও চোখে জল। আবেগাপ্লুত খোদ ঋষভ’ও।
বাঙালি ‘ভদ্রলোক’ সাজলেন শ্রেয়স আইয়ার-

কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দেখা গেলো আপাদমস্তক বাঙালি পোশাকে। চোখে চশমা, পরনে বেগুনি পাঞ্জাবি ও সাদা ধুতি। বিজ্ঞাপনে শ্রেয়সকে ‘গুড বয় বেঙ্গলি’ বলেও উল্লেখ করা হয়েছে। টিভি’র পর্দায় গুজরাতের বিরুদ্ধে রিঙ্কু সিং-কে পরপর পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতে দেখে গাম্ভীর্য্য বিসর্জন দিয়ে ধুতি-পাঞ্জাবি পরেই নাচতে দেখা যায় শ্রেয়সকে (Shreyas Iyer)। সাথে যোগ দেন যৌথ পরিবারের বাকি সদস্যরাও। বাঙালিদের উদযাপনে অবশ্যই রয়েছে রসগোল্লাও। দিনকয়েক আগে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর লোয়ার ব্যাকে চোটের কথা জানিয়েছিলেন শ্রেয়স। রসগোল্লা হাতে তাঁর নাচ সেই ব্যথার কারণ কিনা প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনদের অনেকে।
পড়ার ফাঁকে টিভিতে চোখ কে এল রাহুলের-

বিজ্ঞাপনে রয়েছেন কে এল রাহুল’ও (KL Rahul)। চোখে চশমা। টেলিভিশনে খেলা চললেও ড্রয়িংরুমে সকলেই হাতেই খোলা রয়েছে বই। পড়াশোনায় নিমগ্ন সকলেই। কিন্তু ক্রিকেটের আকর্ষন থেকে বেরোতে পারেন নি তারা। পছন্দের দলের বিপক্ষে একটি সিদ্ধান্ত যাওয়া মাত্র বই দূরে সরিয়ে রেখে আম্পয়ারের বিরোধিতা করতে দেখা যায় রাহুল’কে (KL Rahul)। একজনের সাথে লেগে যায় তর্ক’ও।
হার্দিক পান্ডিয়া-

হার্দিক পান্ডিয়ার (Hardin Pandya) দলবদল ঘিরে উত্তপ্ত আইপিএলের (IPL) আঙিনা। যেভাবে গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন তিনি, তাকে রোমহর্ষক আখ্যা দিচ্ছেন অনেকে। বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকেও। অফিসের বস হার্দিক রয়েছেন মিটিঙে। এক জাপানী সহকর্মীকে দেখা যায় চপস্টিক দিয়ে সুশি খেতে। মনেপ্রাণে গুজরাতি হার্দিক (Hardik Pandya) সুশিতে আপত্তি জানান সরাসরি। পরিবর্তে আইপিএলের উৎসবে মেতে তাঁকে দেখা যায় চপস্টিককে ডান্ডিয়ার মত ব্যবহার করতে। ক্রিকেটারদের ক্যামেরার সামনে এই আলাদা আঙ্গিকে তুলে ধরায় স্টার স্পোর্টসকে কৃতিত্ব দিয়েছেন অনেকে। তাঁদের মনে ধরেই এই নতুন ধরনের বিজ্ঞাপন।
দেখে নিন IPL-এর বিজ্ঞাপনটি-
STAR SPORTS PROMO FOR IPL 2024…!!!! 🔥pic.twitter.com/31sFXO0zjo
— Johns. (@CricCrazyJohns) March 3, 2024