অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে লজ্জাজনক হারের পর টি-টোয়েন্টি সিরিজে (India vs Australia T20 Series) ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ভারতীয় দল। আজ থেকে ২০ ওভারের এই সিরিজ শুরু হয়েছে। এশিয়া কাপে (Asia Cup 2025) চোট পাওয়ার কারণে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অস্ট্রেলিয়া সফরে নেই। তার বদলে নীতিশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) জায়গা দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছিল তিনি টি-টোয়েন্টি একাদশেও জায়গা পেতে পারেন। এবার এই তারকা অলরাউন্ডার চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন।
Read More: “ওদেরই দোষ ছিল..”, শ্লীলতাহানি কান্ডে অজি মহিলা ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিতর্কে কৈলাস বিজয়বর্গী !!
ছিটকে গেলেন নীতিশ কুমার-

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ভারতীয় দল বর্তমানে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হয়ে দুরন্ত ফর্মে আছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে অস্ট্রেলিয়ার মাটিতে মিচেল মার্শদের (Mitchell Marsh) হারিয়ে সিরিজ জয় করা ব্লু ব্রিগেডদের জন্য সহজ হবে না। এই কারণে দীর্ঘ চিন্তা ভাবনার পর বিসিসিআই (BCCI) একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছিল। চোটের কারণে হার্দিক পান্ডিয়ার বদলে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে আসা হয়। এই পেস অলরাউন্ডার অস্ট্রেলিয়ার পিচে জ্বলে উঠতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন।
তবে তিন ম্যাচের ওডিআই সিরিজে সেইভাবে দলে প্রভাব ফেলতে পারেননি নীতিশ। এর মধ্যেই দ্বিতীয় ওডিআই ম্যাচে অ্যাডিলেডে বাম পায়ের পেশিতে চোট পেয়েছিলেন এই তারকা। যার জন্য তৃতীয় ম্যাচে একাদশের বাইরে ছিলেন। এই চোট থেকে সেরে ওঠার সঙ্গে সঙ্গে আবার ঘাড়ে ব্যথা অনুভব করছেন বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যে তিনি বিসিসিআইয়ের চিকিৎসকদের পরামর্শের মধ্যে রয়েছেন। চোটের কারণে তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ ভারতীয় দল থেকে ছিটকে গেলেন।
জায়গা পেলেন না রিঙ্কু-

আজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে একাদশে রিঙ্কু সিং (Rinku Singh) একাদশে জায়গা পাননি। এশিয়া কাপেও (Asia Cup 2025) এই তারকা ফিনিশার দুরন্ত ফর্মে থাকলেও দলের একাদশের ভারসাম্যে নিজের উপস্থিতি তৈরি করতে পারেননি। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে ফাইনালে পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে মাত্র একটি ম্যাচের সুযোগ পেয়েছিলেন।
শুভমান গিল (Shubman Gill) টি-টোয়েন্টি দলে কামব্যাক করায় ভারতীয় টি-টোয়েন্টি দলের একাদশে একাধিক পরিবর্তন ঘটেছে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রধান কোচ গৌতম গম্ভীর একাদশে অতিরিক্ত পেসার হিসেবে হর্ষিত রানাকে (Harshit Rana) বেছে নিয়েছেন। যার কারণে রিঙ্কু জায়গা পেলেন না। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬১.৮ স্ট্রাইক রেটে ৫৫০ রান সংগ্রহ করেছেন।