এশিয়া কাপে (Asia Cup 2025) ক্রিকেটের মহারণ শুরু হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। এর মধ্যেই বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ সহ প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে দলগুলি নিজেদের প্রস্তুত করছে। বিসিসিআইও (BCCI) এই টুর্নামেন্টের জন্য একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করে ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। এবার ব্লু ব্রিগেডদের নেতৃত্বের দায়িত্ব আছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সহ অধিনায়ক হিসেবে এসেছেন শুভমান গিল (Shubman Gill)। সব মিলিয়ে আরও একটা ট্রফি জয়ের বিষয়ে আশাবাদী প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। তবে এই টুর্নামেন্টের জন্য ভারতীয় মূল দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না এই তারকা ক্রিকেটাররা।
Read More: মুখ ফিরিয়েছে DREAM 11, এশিয়া কাপের আগে স্পন্সর সঙ্কটে টিম ইন্ডিয়া !!
এশিয়া কাপের মহারণে ভারত-

এশিয়ার অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টে সবচেয়ে সফল দল হল ব্লু ব্রিগেডরা। তারা এখনও পর্যন্ত ৮ বার ট্রফি জয় করেছে। শেষ ২০২৩ এশিয়া কাপেও রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এই বছর ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। ২০ ওভারের ফরম্যাটে এবার খেলা হবে। ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে খুবই গুরুত্বের সঙ্গে এই টুর্নামেন্টকে দেখছেন ক্রিকেটাররা।
অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রিকেট পরিমন্ডলেও তার উত্তাপ ছড়িয়ে পড়েছে। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2024) ১৪ সেপ্টেম্বর এই দুই চির প্রতিদ্বন্দ্বী মাঠে নামবে। ফলে এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য এই টুর্নামেন্টে ভারতীয় দল এই বছর গ্ৰুপ ‘এ’তে পাকিস্তান ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রয়েছে।
যাচ্ছেন না এই তারকারা-

১৫ সদস্যের বাছাই করা টি-টোয়েন্টি দলে খুব বেশি পরিবর্তন ঘটায়নি বিসিসিআই (BCCI)। সবচেয়ে বড়ো সিদ্ধান্ত হিসাবে সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকার পর শুভমান গিলকে (Shubman Gill) টি-টোয়েন্টি দলে আনা হয়েছে। তিনি সহ অধিনায়কের গুরুত্বপূর্ণ পদ সামলাবেন। এছাড়াও ব্যাটিং অর্ডারে রয়েছেন তিলক বর্মা (Tilak Varma), অভিষেক শর্মা (Abhishek Sharma), রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মতো বিস্ফোরক ব্যাটসম্যান। অন্যদিকে বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো অভিজ্ঞ পেসার।
স্পিন আক্রমণে লড়াই করবেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেলের (Axar Patel) মতো তারকারা। এই ১৫ সদস্যের দল ধাপে ধাপে মুম্বাইয়ে একত্রিত হয়ে ৪ বা ৫ সেপ্টেম্বরের মধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে ভ্রমণ করবে। কিন্তু যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ওয়াশিংটন সুন্দর (Washington Sundor), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), রিয়ান পরাগ (Riyan Parag) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) মূল দলের সঙ্গে যাত্রা করবেন না। এই তারকা ক্রিকেটারদের এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। কিন্তু তারা দুবাইয়ের উদ্দেশ্যে ভ্রমণ করবেন না বলেই বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে।