আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলেছে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের বিশ্বযুদ্ধ। প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এবার ২০টি দল থাকছে মূলপর্বে। নতুন বছরের গোড়াতেই গ্রুপ বিন্যাস ও নির্ঘন্ট সামনে এনেছিলো আয়োজক সংস্থা আইসিসি। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছে দল। দ্বিতীয় ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৯ তারিখ। এরপর ১২ তারিখ টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়োজক দেশ আমেরিকা। ১৫ তারিখ গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে কানাডার বিরুদ্ধে।
টি-২০ বিশ্বকাপে কোন ১৫ জনকে দেখা যাবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। অধিনায়ক যে রোহিত শর্মা’ই (Rohit Sharma) থাকছেন তা জানিয়েছেন সচিব জয় শাহ। বাকিদের নাম নিশ্চিত হবে দিনকয়েকের মধ্যেই। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের বিপর্যয়ের পর কুড়ি-বিশের ফর্ম্যাটের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলো বোর্ড। সুযোগ দেওয়া হয়েছিলো একঝাঁক নতুন মুখকে। তাঁদের মধ্যে অনেকেই থাকতে পারেন বিশ্বকাপের দলে, খবর সংবাদমাধ্যম সূত্রে। স্কোয়াড ঘোষণার আগে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ নিজেদের পছন্দের স্কোয়াড বেছে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan) অবধি প্রশ্ন করা হয় আসন্ন টুর্নামেন্ট নিয়ে। তারুণ্যের পক্ষে সওয়াল করেছেন তিনি। দলে চেয়েছেন রিঙ্কু সিং-কে।
Read More: India’s Squad For T20 World Cup 2024: গিল-সিরাজ বাদ, সঞ্জু-চাহাল সহ এই পাঁচ খেলোয়াড়ের খুললো ভাগ্য, বিশ্বকাপের দলে পেলেন সুযোগ!!
রিঙ্কু’কে টি-২০ বিশ্বকাপে চাইছেন শাহরুখ-
ক্রিকেটের সাথে বলিউড তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) সম্পর্ক দীর্ঘ সময়ের। ২০০৮ সাল থেকে তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক। এরপর নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি বিস্তৃতি লাভ করেছে মধ্যপ্রাচ্য, ক্যারিবিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশেও। সম্প্রতি স্টার স্পোর্টসকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানেই সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সম্পর্কে। সম্ভাব্য স্কোয়াডের বিষয়ে বলতে গিয়ে শাহরুখ স্পষ্ট করেছেন যে কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কি রিঙ্কু সিং-কে (Rinku Singh) ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে দেখতে চান তিনি।
দেশের হয়ে ১৫টি টি-২০ ম্যাচে ৮৯ গড়ে ৩৫৬ রান করেছেন রিঙ্কু (Rinku Singh)। রয়েছে দুটি অর্ধশতক’ও। শাহরুখ বলেন, “দুর্দান্ত সব খেলোয়াড়েরা দেশের হয়ে খেলছে। আমি রিঙ্কুর ব্যপারে উৎসুক। ইনশাআল্লাহ্ ও সুযোগ পাক। একই সাথে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির কিছু তরুণও যেন সুযোগ পায়।” আরও বলেন, “অনেকেই দলে জায়গা পাওয়ার যোগ্য, কিন্তু আমার ব্যক্তিগত ইচ্ছা যেন রিঙ্কু সুযোগ পায়। তাহলে আমি খুবই খুশি হব।” আলিগড়ের তরুণের সাথে বলিউড বাদশাহের ‘বন্ডিং’ এর আগেও জায়গা করে নিয়েছে সংবাদমাধ্যমের চর্চায়। তারই যেন এক নতুন অধ্যায় সামনে এলো শাহরুখের (Shah Rukh Khan) এই সাম্প্রতিক সাক্ষাৎকারে।
ইডেনে জয়ে ফিরলো নাইট রাইডার্স-
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্কোরবোর্ড ২৬১ রান তুলেও জিততে পারে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। সেই বিপর্যয়ের পর গতকাল দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে সাফল্যের সরণিতে ফিরলো বেগুনি-সোনালী শিবির। ব্যাটিং তাণ্ডবই যেন বর্তমানে দস্তুর হয়ে দাঁড়িয়েছে আইপিএলে (IPL)। তার মধ্যেও বোলিং মাহাত্ম্যে গতকাল ঋষভ পন্থদের (Rishabh Pant) বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে দাপুটে জয় হাসিল করে নেয় কলকাতা। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় দিল্লী। মিচেল স্টার্কের প্রথম ওভারে ১৫ উঠলেও এরপর কলকাতাকে লড়াইতে ফেরান বৈভব আরোরা। তুলে নেন পৃথ্বী শ’র উইকেট। এরপরই ভাঙতে থাকে দিল্লী ব্যাটিং।
বিধ্বংসী জেক ফ্রেজার ম্যাকগার্ক রান পান নি। সফল হন নি অভিষেক পোড়েল, শে হোপ, ঋষভ পন্থরাও। কুলদীপ যাদব (Kuldeep Yadav) বোলিং নয়, বরং ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছিলেন গতকাল। ২৬ বলে তাঁর লড়াকু ৩৫ রান শেষমেশ দিল্লীকে পৌঁছে দেয় ১৫৪ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী ছিলেন নাইটরা। জ্বলে ওঠেন ফিল সল্ট (Phil Salt)। ৩৩ বলে তাঁর ৬৮ রানের ইনিংস কলকাতার জয়ের রাস্তা মসৃণ করে দেয় ইডেনের বাইশ গজে। জয়ে অবদান রাখেন শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়াদেরদেরও। শাহরুখ প্রশংসা করলেও কাল রান পান নি রিঙ্কু (Rinku Singh)। ১১ বলে ১১ করেন তিনি। মরসুমের ষষ্ঠ জয়ের সুবাদে ১২ পয়েন্টে পৌঁছালো কলকাতা। বাকি এখনও পাঁচ ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে প্রয়োজন অন্তত দুটি জয়।