"মহিলা ক্রিকেট বন্ধ করে দিতাম.." প্রাক্তন BCCI সভাপতির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় !! 1

বর্তমানে প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে সমানভাবে মহিলারাও নিজেদের অবদান রাখছেন। এবার বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয় করে ভারতীয় মহিলা ক্রিকেটাররা তরুণ প্রজন্মদের কাছে অনুপ্রেরণা হিসাবে উঠে এসেছেন। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana) ভারতীয় মহিলা ক্রিকেটকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এর মধ্যেই বিসিসিআই (BCCI) কর্মকর্তাদের মধ্যে নারী বিদ্বেষী মনোভাব রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। প্রাক্তন বিসিসিআই সভাপতি নাকি মহিলা ক্রিকেট বন্ধ করে দিতে চেয়েছিলেন বলেও উল্লেখ করা হয়েছে।

Read More: মিনি নিলামের আগেই নতুন অধিনায়ক ঘোষণা কলকাতার, কেএল রাহুল আসছেন দায়িত্বে !!

মহিলা ক্রিকেট নিয়ে বৈষম্য-

"মহিলা ক্রিকেট বন্ধ করে দিতাম.." প্রাক্তন BCCI সভাপতির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় !! 2
Team India | Image: Getty Images

ভারতের মাটিতে এই বছর মহিলাদের ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথম থেকেই একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে ব্লু ব্রিগেডরা এগিয়ে যায়। সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে (India W vs Australia W) হারিয়ে ফাইনালে প্রবেশ করে তারা। শেষে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ট্রফি জয়ের স্বপ্ন সার্থক করে স্মৃতি মান্ধারা। এরপরই ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজির (Diana Edulji) বিস্ফোরক মন্তব্য আবারও সামনে উঠে এল।

তিনি জানিয়েছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন (N Srinivasan) নাকি মহিলা ক্রিকেট বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন। কিংবদন্তি মহিলা ক্রিকেটার ডায়না এডুলজি বলেন, “যখন শ্রীনিবাসন সভাপতি হন আমি তাকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি মহিলা ক্রিকেট বন্ধ করে দিতাম। আমি সবসময় বিসিসিআই’এর বিরোধিতা করে এসেছি। ২০০৬ সালে মহিলা ক্রিকেট যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে আসে তখন‌ও আমি এই বিষয়ে বলেছিলাম। এটি একটি পুরুষতান্ত্রিক সংগঠন। তারা কখনও চাইনি যে মহিলারা এই পদে আসুক।”

ভারতীয় দলকে BCCI’এর উপহার-

"মহিলা ক্রিকেট বন্ধ করে দিতাম.." প্রাক্তন BCCI সভাপতির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় !! 3
Team India | Image: Getty Images

বিতর্ক থাকলেও গত কয়েক বছরে ভারতে মহিলা ক্রিকেটে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বিসিসিআই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড হরমনপ্রীতদের জন্য বিপুল অঙ্কের পুরস্কারের ঘোষণা করল। দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) বিসিসিআইয়ের (BCCI) বর্তমান সচিব এই বিষয়ে স্পষ্ট করে বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালীন জয় শাহ (Jay Shah) মহিলা ক্রিকেট দলের অনেক পরিবর্তন এনেছিলেন। পুরুষদের মতো বেতনের সমতা এনেছিলেন তিনি।

গত মাসে মহিলাদের জন্য পুরস্কারের অর্থ ৩০০ শতাংশ বৃদ্ধি করেছেন আইসিসি চেয়ারম্যান। আগে পুরষ্কারের অর্থ ছিল ২.৮৮ মিলিয়ন ডলার এখন সেটা ১৪ মিলিয়ন ডলার করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপ মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিয়েছে বলে আমার মনে হয়। ট্রফি জয়ের পর বিসিসিআই পুরো দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। ক্রিকেটার ও কোচেরা এই অর্থ পাবেন।”

Read Also: “সৌরভের গালে সপাটে চড়..”, মহিলা ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্যকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের জনপ্রিয় নেতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *