এশিয়া কাপ ২০২৫–এর (Asia Cup 2025) সুপার ফোরের তৃতীয় ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং পাকিস্তান (SL vs PAK)। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক আঘা সালমান (Agha Salman)। ইনিংসের শুরু থেকেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় বলেই উইকেট হারিয়ে ফেলেন কুশল মেন্ডিস। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কাও ৭ বলে ৮ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। টপ অর্ডার ব্যাটসম্যান কুশল প্যারেরা (Kushal Parera) ১২ বলে ১৫ রান বানান। প্রথম ৬ ওভারের মধ্যেই লঙ্কানদের স্কোরবোর্ডে উঠে যায় ৩ উইকেটে ৫৩ রান।
১৩৩ রানে শেষ হয় শ্রীলংকার ব্যাটিং

তুলনামূলক রান করলেও প্রথম তিন উইকেট হারিয়ে বেশ চাপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা দল। বেশিরভাগ ব্যাটসম্যানরা চাপের মুখে ঘুরে দাঁড়াতে পারেননি। কেবলমাত্র কামিন্দু মেন্ডিস দলের হয়ে অর্ধশতরানের ইনিংস হাঁকিয়ে এসেছেন। তিনিই দলের হয়ে সর্বাধিক রান হাঁকিয়েছিলেন। ৪৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫০ রান বানান মেন্ডিস। তাছাড়া, শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আশালঙ্কা ১৯ বলে ২০ রান বানান। পাশাপশি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলেন এবং চামিকা করুনারত্নে ২১ বলে ১৭ রান যোগ করে শ্রীলঙ্কার স্কোর পৌঁছে দেন ৮ উইকেটে ১৩৩ রান বানিয়েছে। পাকিস্তানের হয়ে তিন উইকেট তোলেন শাহীন আফ্রিদি। অন্যদিকে হ্যারিস রউফ এবং হাসান তালাত দুটি করে উইকেট নেন। দলের হয়ে সবথেকে কৃপন বোলিং করেন আবরার আহমেদ, তিনিও ১ উইকেট তুলে নিয়েছেন।
Read More: Asia Cup 2025 IND vs BAN Preview: জয়যাত্রা অব্যাহত রাখাই লক্ষ্য ভারতের, অধিনায়কের চোট চিন্তায় রাখছে বাংলাদেশকে !!
দুরন্ত জয় পেল পাকিস্তান

জবাবে ব্যাটিং করতে এসে, পাকিস্তান দল ব্যাটিং করতে এসে ২ ওভার বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নিলেও তাদের পক্ষে এই জয়টা সহজে আসেনি। পাওয়ার প্লের শেষ ওভারে ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। পাকিস্তানের হয়ে ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan)। ১৯ বলে ১৭ রান বানান ফখর জামান। ৩ বলে ২ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন সাইম আয়ুব। ৬ বলে ৫ রান বানিয়ে আউট হন সালমান আঘা (Salman Agha)। একসময়ে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে সমস্যায় পড়ে পাকিস্তান দল। এমনকি ৮০ রানের মাথায় অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়।
কঠিন পরিস্থিতিতে দলকে সামাল দেন মোহম্মদ নওয়াজ ও হোসেন তালাত। তালাত ৩০ বলে ৩২ রানের ইনিংস খেলেন এবং ২৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৮ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন নওয়াজ। শ্রীলঙ্কার পক্ষ থেকে ২টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ তিকসনা। তাছাড়া, ১ উইকেট নেন দুষ্মন্ত চামিরা। প্রথমে বাংলাদেশ এবং তারপর পাকিস্তানের কাছে পরাজিত হয়ে আংশিকভাবে সুপার ফোরের মঞ্চ থেকে বিদায় নিতে হবে শ্রীলংকা দলকে।