SL vs BAN ASIA CUP 2025: সুপার ফোরে রোমাঞ্চকর জয়! শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের !! 1

Asia Cup 2025: এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হয়ে গিয়েছে। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ পর্যায়ে ৩ ম্যাচ জিতে বি গ্রুপের প্রথমে শেষ করে শ্রীলঙ্কা এবং ২ ম্যাচ জিতে বি গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করেছিল বাংলাদেশ। দুই দলের মধ্যে গুরুত্বপূর্ণ এই লড়াইটার সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব।

হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার পক্ষ থেকে ব্যাটিং করতে আসা পাথুম নিসানকা ধারাবাহিকতার সাথে তাদের ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন। পাওয়ার প্লের ভিতর শ্রীলঙ্কা ১ উইকেটে ৫৩ রান বানাতে সক্ষম হয়েছিল। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নিশঙ্কা ১৫ বলে ২২ রানের দুর্দান্ত একটি সূচনা দিয়েছিলেন। তবে, তাসকিন আহমেদের বলে উইকেট হারিয়ে সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। অন্যদিকে কুশল মেন্ডিসও আজকের ম্যাচে ফর্ম দেখিয়েছিলেন। কুশল ব্যাক্তিগত ২৫ বলে ৩৪ রান বানিয়েছিলেন। তবে কামিল মিশারা সেভাবে ছন্দ দেখাতে পারেননি এবং ১১ বলে মাত্র ৫ রান বানাতেই সক্ষম হয়েছিলেন।

Read More: রোহিতকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করলো বোর্ড !!

৪ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ

Asia cup 2025
Saif Hassan | Image: Getty Images

ভালো সূচনা দিলেও মধ্য ওভারে বেশ কিছু উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এসময় লঙ্কান অধিনায়ক চরিত আশালঙ্কা ও এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা দুজনেই দলকে ছন্দে ফেরান। ১২ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন আশালঙ্কা। শেষের দিকে, ৩৭ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলে দলকে ১৬৮ রানে পৌঁছে দেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও ১ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

জবাবে ব্যাটিং করতে এসে বাংলাদেশের শুরুটা মনের মতন হয় নি। ২ বল খেলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন গত ম্যাচের টপ স্কোরার তানজিদ তামিম। ক্যাপ্টেন লিটন কুমার দাসের সাথে ৫৯ রানের একটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন সাইফ হাসান। ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলে উইকেট হারিয়ে ফেলেন লিটন। দলের হয়ে গুরুত্বপূর্ণ ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাইফ। তাছাড়া, ৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেছেন তৌহিদ হৃদয়। ১২ বলে ১৪ রান বানান শামীম হোসেন। ৪ বলে ৯ রান বানান জাকের এবং ১ বলে ১ রান নিয়ে ম্যাচ জিতিয়ে দেন নাসুম। শ্রীলঙ্কার পক্ষ থেকে ২টি করে উইকেট নিয়েছেন দাসুন সানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।  ১টি করে উইকেট পেয়েছেন নুয়ান তুষারা ও দুষ্মন্ত চামিরা।

Read Also: “৪ মিনিট আগেই বলেছিলাম..”,ভারত-পাক হ্যান্ডশেক বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন ম্যাচ রেফারি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *