Asia Cup 2025 SL vs AFG: আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা-বাংলাদেশ, আবারও হৃদয় ভাঙলো নবী-রশিদদের !! 1

Asia Cup 2025: আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর এ টিকিট পাকা করে ফেলল শ্রীলঙ্কা। অন্যদিকে আজকের পরাজয়ের সাথে সাথে বিদায় নিশ্চিত হয়ে গেল রশিদ খান, মোহাম্মদ নবীদের। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুর্দান্ত এই লড়াইয়ে জিততে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। শুরু থেকে উইকেট হারিয়ে সম্পূর্ণরূপে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল আফগানিস্তান। তবে কঠিন সময়ে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন মোহাম্মদ নবীর লড়াকু ইনিংসের দৌলতেই আফগানিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান বানাতে সক্ষম হয়েছিল। জবাবে ব্যাটিং করতে এসে ১৮.৪ বলেই জয় সুনিশ্চিত করে নিয়েছিল শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতে আগ্রাসী ব্যাটিং চালিয়ে ৮ বলে ১৪ রানের ইনিংস খেলেন গুরবাজ। তাছাড়া, দলের হয়ে ১৪ বলে ১৮ রান বানান সিদিকুল্লা অটল। তাছাড়া, ২৭ বলে ২৪ রান বানান ইব্রাহিম জাদরান। শেষের দিকে ২৩ বলে ২৪ রান বানান। শেষের দিকে মোহম্মদ নবীর ঝড়ো ইনিংসে বড় রানে পৌঁছায় আফগানিস্তান। নবী ২২ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৬০ রান রান বানান। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নিয়েছেন নুয়ান তুষারা ও ১টি করে উইকেট নিয়েছেন দুসমন্ত চামিরা, দুনিত ওয়ালালাগে ও দাসুন সানাকা।

Read More: সূর্যকুমারের ‘গুরু’ রশিদ খান, পাক অধিনায়কের হ্যান্ডশেক প্রত্যাখ্যান করে জায়গা করে নিয়েছিলেন সংবাদ শিরোনামে !!

৬ উইকেটে ম্যাচ জিতলো শ্রীলঙ্কা

Asia cup 2025
SL vs AFG | Image: Getty Images

আফগানিস্তানের রানের পাহাড় তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৮.৪ ওভারে ১৭১ রান তুলে দিয়েছে। ৫ বলে ৬ রান বানিয়ে শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন পথুম নিশঙ্কা। ১০ বলে ৪ রান বানায় কামিল মিশারা। ২০ বলে ২৮ রানের ইনিংস খেলেন কুশল প‍্যারেরা। ১২ বলে ১৭ রানের ইনিংস খেলেন চরিত্র আশালঙ্কা। ব্যাট হাতে, দুরন্ত ইনিংস খেলেন কুশল মেন্ডিস (Kushal Mendis)। ৫২ বলে ১০ টি চারের বিনিময়ে ৭৪ রান বানান কুশল মেন্ডিস। ১৩ বলে ২টি ছক্কায় ২৬ রান বানান কামিন্দু মেন্ডিস। আফগানিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন মুজিব উর রহমান, আজমাতুল্লা ওমরাজাই, মহম্মদ নবী ও নূর আহমেদ।

Read Also: ৬,৬,৬,৬,৬… শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝড় তুললেন মহম্মদ নবী, যুবরাজের রেকর্ড ভাঙতে ভাঙতে বাঁচলো !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *