srikkanth-unhappy-with-rahuls-position

অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার জন্য মুশকিল আসান হয়ে উঠেছিলেন কে এল রাহুল (KL Rahul)। অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে পার্‌থ-এর কঠিন পিচে ওপেন করতে নেমে চমৎকার পারফর্ম্যান্স করেছিলেন। সিরিজের বাকি টেস্ট গুলোতেও অন্যান্য ব্যাটাররা যখন বেশ চাপের মুখে ছিলেন তখন সাবলীল দেখিয়েছিলো রাহুলকে। কর্ণাটকের ক্রিকেটারকে ওপেনিং স্লট ছেড়ে দিয়ে মিডল অর্ডারে নেমে গিয়েছিলেন খোদ অধিনায়ক। বছর ঘোরার সাথে সাথে অবশ্য ভাগ্যেরও পরিবর্তন হয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর ব্যাটিং পজিশন নিয়ে নিরন্তর পরীক্ষানিরীক্ষা করে চলেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সাধারণত পাঁচ নম্বরে খেলতে পছন্দ করেন রাহুল। কিন্তু কখনও ছয় আবার কখনও আরও নীচে ঠেলে দেওয়া হচ্ছে তাঁকে। রাহুলের (KL Rahul) মত প্রতিভাবান তারকাকে নিয়ে এহেন ‘ছেলেখেলায়’ বিরক্ত কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তোপ দাগলেন টিম ম্যানেজমেন্টের দিকে।

Read More: IND vs ENG 3rd ODI Preview: ক্লিন স্যুইপ-এর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত, আহমেদাবাদে সান্ত্বনা পুরষ্কারের খোঁজে টিম ইংল্যান্ড !!

রাহুলের পাশেই দাঁড়ালেন শ্রীকান্ত-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

কেরিয়ারে ৭৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন কে এল রাহুল (KL Rahul)। ইনিংস সংখ্যা ৭৪। এর মধ্যে চার ও পাঁচ নম্বরে সবচেয়ে সফল তিনি। চারে ১৩ ইনিংস খেলে তাঁর সংগ্রহ ৫৫৮ রান। ব্যাটিং গড় ৫৫.৮০, স্ট্রাইক রেট ৮৭’র কাছাকাছি। ২টি শতরান ও ৩টি অর্ধশতক রয়েছে তাঁর। ৩০টি ইনিংসে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন রাহুল। রান সংখ্যা ১২৫৯। গড় ৫৭.২২। শতকের সংখ্যা ২, অর্ধশতক রয়েছে ৯টি। এহেন চোখধাঁধানো পরিসংখ্যানের পরেও রাহুলকে কখনও নামানো হচ্ছে ছয় নম্বরে। এমনকি গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সাতেও তাঁকে নামিয়েছিলেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। ডান হাতি-বাম হাতি কম্বিনেশনে জোর দিতে গিয়ে যেভাবে ক্রমাগত রাহুল’কে ঠেলে দেওয়া হচ্ছে লোয়ার অর্ডারে তাতে চূড়ান্ত বিরক্ত কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় শিবিরের এই গেমপ্ল্যানকে তীব্র আক্রমণ করেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে কে এল রাহুল (KL Rahul) দুটি ম্যাচেই নেমেছেন ছয় নম্বরে। নাগপুরে আউট হয়েছিলেন ২ রান করে আর কটকেও ১০-এর বেশী করতে পারেন নি তিনি। ন্যায় হচ্ছে না রাহুলের সাথে, ইউটিউব ভিডিওতে সাফ বক্তব্য শ্রীকান্তের (Krishnamachari Srikkanth)। তিনি জানান, “শ্রেয়স আইয়ার ভালো ছন্দে রয়েছেন। যেটা ভারতের জন্য ভালো বিষয়। কিন্তু রাহুলের জন্য আমার খারাপ লাগছে। এটা খুবই দুরভাগ্যজনক। হ্যাঁ অক্ষর প্যাটেল ৩০ বা ৪০ রান করছে ঠিকই, কিন্তু কে এল রাহুলের সাথে যেটা করা হচ্ছে সেটা কখনোই ন্যায়সঙ্গত নয়। ওর পরিসংখ্যানের দিকে তাকিয়ে দেখুন। পাঁচ নম্বরে ও অনবদ্য। আমি জানি না ওর পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্ট কি ভাবছে। যদি ওকে কখনও ছয় আবার কখনও সাত নম্বরে ব্যাট করতে হয় সেটা মোটেই ঠিক সিদ্ধান্ত নয়।”

ছক সাজানোর শেষ সুযোগ ভারতের সামনে-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

আগামীকাল আহমেদাবাদের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া (Team India)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একাদশ নিয়ে কাটাছেঁড়া করার এটাই শেষ সুযোগ থিঙ্কট্যাঙ্কের কাছে। রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল (Axar Patel) বা শুভমান গিলদের রানের মধ্যে থাকা স্বস্তি যোগাচ্ছে কোচ গম্ভীরকে। কিন্তু নিশ্চয়ই তিনি চিন্তিত থাকবেন কে এল রাহুল (KL Rahul) বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং ব্যর্থতা নিয়ে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আগামীকাল রাহুলের জায়গায় ঋষভ পন্থকে একটা সুযোগ দিয়ে দেখতে চাইবেন কোচ। এছাড়া বোলিং বিভাগেও দেখা যেতে পারে কিছু রদবদল। দুই ম্যাচে হতাশ করেছেন মহম্মদ শামি। তাঁকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে নামানো হতে পারে আর্শদীপকে। একাদশে নিজের জায়গা ফিরে পেতে পারেন কুলদীপ যাদব’ও।

Also Read: IND vs ENG 3rd ODI: দলে ফিরছেন যশস্বী, কুলদীপ ও পন্থ, আহমেদাবাদ ম্যাচের জন্য একাদশ বেছে নিলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *