"পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত.."‌শ্রেয়সের বাদ পড়ায় BCCI'কে আক্রমণ করলেন শ্রীকান্ত !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ছাড়া নতুন ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের ওপরেও ভক্তদের প্রত্যাশা তৈরি হয়েছে। এর সঙ্গেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে বিসিসিআই (BCCI) ২০ ওভারের দলকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে চাইছে। আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) মতো মহারণকে বর্তমানে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের ভারতীয় দল প্রকাশ করা হয়েছে।

শুভমান গিলের (Shubman Gill) মতো তারকা ব্যাটসম্যানকে ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হলেও একাধিক তারকা ব্যাটসম্যান সুযোগ পাননি। সম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দলে জায়গা না পাওয়ায় এবার ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত (Krish Srikkanth)।

Read More: দল ঘোষণা হতেই স্পষ্ট BCCI-এর পরিকল্পনা, টি-২০ দলে ‘ক্ষণিকের অতিথি’ অধিনায়ক সূর্যকুমার !!

বাদ পড়লেন শ্রেয়স-

"পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত.."‌শ্রেয়সের বাদ পড়ায় BCCI'কে আক্রমণ করলেন শ্রীকান্ত !! 2
Shreyas Iyer | Images: Getty Images

গত বছর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলে (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর এই তারকা ক্রিকেটার পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে অধিনায়কের দায়িত্ব পান। ২০২৫ আইপিএলেও (IPL 2025) তার দাপট অব্যাহত ছিল। সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও বিধ্বংসী ফর্মে ছিলেন। ১৭ ম্যাচে সংগ্রহ করেন ৬০৪ রান। এর ফলে পাঞ্জাব টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করে।

এর আগে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) বিধ্বংসী ফর্মে ছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। ভারতীয় দলকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই টুর্নামেন্টে ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২৪৩ রান। ফলে এই তারকা ব্যাটসম্যান ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ভারতের হয়ে ৫১ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৫ ওপর স্ট্রাইক রেটে ১১০৪ রান সংগ্রহ করেছেন। তাও তিনি আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় দলে জায়গা পাননি।

ক্ষোভ প্রকাশ করলেন শ্রীকান্ত-

Shreyas iyer,team india, asia cup 2025
Shreyas Iyer | Image: Getty Images

এশিয়া কাপের (Asia Cup 2025) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বাছাই না করা বিসিসিআইয়ের (BCCI) জন্য ভুল সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত (Krish Srikkanth) নিজের ইউটিউব চ্যানেলে পর্যালোচনা করতে গিয়ে বিসিসিআইকে (BCCI) রীতিমতো আক্রমণ করেন। তিনি বলেন, “আপনি কি শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। আমি জানতে চাই যে তিনি কী ভুল করেছেন?

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতো ভালো পারফর্মেন্স করেছিলেন। ফলে কেন তার পারফর্মেন্স বিবেচনা করা হয়নি?” অন্যদিকে এই তারকা ব্যাটসম্যানকে দলে না নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) বলেছিলেন, “ওর কোনো দোষ নেই। কিন্তু আমরা কাকে বাদ দিয়ে শ্রেয়সকে দলে নেবো? ওকে সঠিক সময়ের জন্য আর‌‌ও অপেক্ষা করতে হবে।” উল্লেখ্য এই তারকা শেষবার ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন।

Read Also: “গম্ভীর গেলে বুঝবেন..”, বিতর্কের মধ্যে প্রধান কোচের পাশে ইরফান পাঠান, করলেন গুরুত্বপূর্ণ মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *