গত ১৯ তারিখ এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যাবেন সূর্যকুমার যাদবরা। ১০ তারিখ সেখানেই খেতাবরক্ষার দৌড় শুরু করবেন তাঁরা। মাঠের লড়াই শুরুর আগেই স্কোয়াড নিয়ে অবশ্য চলছে বিতর্কের ঝড়। অক্ষর প্যাটেলকে সরিয়ে কেন সহ-অধিনায়কত্ব দেওয়া হলো শুভমান গিল’কে? কেনই বা যশস্বী জয়সওয়ালের ঠাঁই হলো স্ট্যান্ড-বাই তালিকায়? প্রশ্ন তুলেছেন অনেকেই। চর্চায় শ্রেয়স আইয়ার’ও। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পরেও কেন এশিয়া কাপে (Asia Cup 2025) ব্রাত্য তিনি? বুঝে পাচ্ছেন না অধিকাংশ বিশেষজ্ঞই। সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে ভারতীয় স্কোয়াড নিয়ে মুখ খুলেছেন কৃষ্ণামাচারি শ্রীকান্তও। দলের দুর্বলতাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন প্রাক্তন ওপেনার।
Read More: “ওদের এক্তিয়ারই নেই…” ভারতীয় ক্রিকেটে নাক গলাচ্ছেন বিদেশীরা? ক্ষোভ উগড়ে দিলেন গাওস্কর !!
বোর্ডের সিদ্ধান্তে সন্তুষ্ট নন শ্রীকান্ত-

এশিয়া কাপ (Asia Cup 2025) নয় বরং কৃষ্ণামাচারি শ্রীকান্তের (Krishnamachari Srikkanth) ফোকাসে ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ। যে স্কোয়াড দিনকয়েক আগে ঘোষণা করা হয়েছে তা বিশ্বজয়ের জন্য প্রস্তুত নয় বলেই মনে করছেন তিনি। বলেছেন, “এই দল নিয়ে এশিয়া কাপ হয়ত জেতা যাবে কিন্তু এদের নিয়ে টি-২০ বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই নেই। এই দলকে নিয়ে তুমি বিশ্বকাপ খেলতে যাবে? এটা আদৌ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি? যেটা কিনা মাসছয়েকের মধ্যেই আয়োজিত হতে চলেছে?” বোর্ড’কে কাঠগড়ায় তুলেছেন শ্রীকান্ত। “ওরা পিছনের দিকে হেঁটেছে। অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়কত্ব থেকে সরানো হলো। কি করে রিঙ্কু সিং, শিবম দুবে, হর্ষিত রাণারা সুযোগ পায় তা জানি না। নির্বাচনের প্রধান মাপকাঠি আইপিএল বলে মনে করা হচ্ছে। কিন্তু তার আগের পারফর্ম্যান্সও বিচার করে দেখেছেন মনে হয় নির্বাচকেরা,” সংযোজন তাঁর।
ভারতের টিম কম্বিনেশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। ১৯৮৩’র বিশ্বজয়ীর মতে, “পাঁচ নম্বরে কে ব্যাটিং করবে? সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং-দের মধ্যে কাউকে করতে হবে। হার্দিক পান্ডিয়া সাধারণত পাঁচে ব্যাট করে। কিন্তু এখন তাহলে অক্ষর (প্যাটেল) ছয়ে ব্যাটিং করতে পারবে না। আমি বুঝে পাচ্ছি না ওরা কেন (শিবম) দুবে’কে বেছে নিলো। যশস্বী জয়সওয়াল আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও দারুণ খেলেছে। ও কি দোষ করেছিলো?” শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বাদ পড়ায় রীতিমত ‘বিরক্ত’ শ্রীকান্ত। নির্বাচকদের একাহাত নিয়েছেন তিনি। জানিয়েছেন, “আপনারা শিবম দুবে, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসনদের দলে জায়গা দিতে পারেন কিন্তু শ্রেয়স আইয়ারের জায়গা হয় না? এটা কি জাতীয় বক্তব্য? এর পিছনে কি যুক্তি তা আমার বোধগম্য হচ্ছে না।”
বিদেশী বিশেষজ্ঞদের তুলোধোনা গাওস্করের-

বর্তমানে ক্রিকেটবিশ্বের আলোচনার কেন্দ্রে ভারতের এশিয়া কাপ (Asia Cup 2025) স্কোয়াড। শুধু ভারতীয় প্রাক্তনী বা ক্রিকেট বিশেষজ্ঞরা নয়, বহু বিদেশী বিশ্লেষক’ও তাঁদের প্রতিবেদন বা পডকাস্ট অনুষ্ঠানে কাটাছেঁড়া করছেন টিম ইন্ডিয়াকে নিয়ে। তাঁদের অনেকেরই নিশানায় অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বিষয়টি মোটেই পছন্দ হয় নি সুনীল গাওস্করের (Sunil Gavaskar)। ‘স্পোর্টসস্টার’ পত্রিকায় নিজের প্রতিবেদনে তিনি লিখেছেন, “যে সকল বিদেশীর ভারতীয় ক্রিকেটে বিন্দুমাত্র ভূমিকা নেই তারাও যে বিতর্কে যোগ দিচ্ছেন, আগুনে ঘি ঢালছেন এটা সবচেয়ে অবাক করার মত বিষয়। ওনারা কত বড় খেলোয়াড় ছিলেন অথবা কতবার ভারতে এসেছেন তা এখানে বিচার্য নয়। টিম ইন্ডিয়ার স্কোয়াড নির্বাচনের মত বিষয়ে কথা বলার বিন্দুমাত্র এক্তিয়ার ওনাদের নেই।”
Also Read: ৬,৬,৬,৬,৬,৬… ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শেফার্ডের বিরল কীর্তি, ১২ বলেই তুললেন ৬২ রান !!