Mohammed Siraj: সদ্য সমাপ্ত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) ৫ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারতীয় দল প্রথম টেস্টে জয়লাভ করলেও দ্বিতীয় টেস্টে আবার একবার ট্রেভিস হেডের (Travis Head) রোষের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। ভারতের বিরুদ্ধে একেরপর এক ম্যাচ উইনিং ইনিংস খেলতে দেখা গিয়েছে তাকে। প্রথম টেস্টেও ৮৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে ১৪০ রানের ইনিংস খেলে আবার ভারতীয় ভক্তদের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছেন।
অ্যাডিলেড টেস্টে ট্রেভিস হেডের সঙ্গে বাকবিতণ্ডায়য় জড়িয়ে পড়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। সিরাজ ট্রেভিস হেডকে আউট করার পর দুজনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। দুজনের মধ্যেই একটি কথা কাটাকাটি হয়েছিল, সিরাজ হেডকে আউট করার পর কিছু একটা বলেন যার জবাবে হেডও তাকে পাল্টা কিছু শুনিয়ে দেন। যদিও দুজনের মধ্যে সবকিছু মিটমাট হয়ে গিয়েছে বলেও শোনা গিয়েছে।
Read More: “রান পেতে গেলে…” রোহিত শর্মার পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী ও গাভাস্কার, রোগ সরানোর উপায় দিলেন বলে !!
সিরাজকে একহাত নিলেন শ্রীকান্ত

তবে সিরাজ ও হেডের ভিডিও প্রকাশ্যে আসতে সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছিল। এবার সেই ইস্যুতে নাক গলালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত।তিনি সিরাজের এই আচরণ-এর জন্য তার নিন্দা করেছেন। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে বক্তব্য, ওই রকম একটি ম্যাচ-উইনিং সেঞ্চুরি হাঁকানোর জন্য সিরাজকে আগ্রাসন নয় বরং হাততালি দিয়ে অভিবাদন জানানো উচিত। ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেন ট্র্যাভিস হেড।
ইউটিউবের একটি শোয়ে শ্রীকান্ত বলেন, “ভারতীয় বোলারদের তুলোধনা করে ট্রেভিস হেড যেভাবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাতে ওকে শ্রদ্ধা করা প্রয়োজন। সেটা হেডের প্রাপ্য, ও সিরাজ, আপনার কি বুদ্ধি নেই? আপনি ওটা কি করেছেন ? পাগল নাকি আপনি ? হেড আপনাকে মাঠের চারিদিকে মেরেছে। তবুও আপনি তাকে (হেড) স্লেজিং করলেন ? আপনার উচিত ছিল হাততালি দিয়ে অভিবাদন জানানোর। এটা পাগলামি ছাড়া কিছুই নয়। যখন কোনো ব্যাটসম্যান ১৪০ রান বানিয়েছেন তাকে সম্মান করা উচিত, তা না করে আপনি স্লেজিং করছেন, ঝগড়া করছেন।”