গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইতিহাস গড়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। দীর্ঘ ২৭ বছর পর তারা ওয়ান ডে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে। টি-২০তে ৩-০ ফলে হোয়াইটওয়াশ হওয়ার পর লঙ্কানদের নিয়ে আশা দেখেন নি অতি বড় সমর্থক’ও। শক্তিশালী ভারত গত বছরের এশিয়া কাপ (Asia Cup) বা ওডিআই বিশ্বকাপের মত এবারও হেলায় হারাবে শ্রীলঙ্কাকে, ভবিষ্যদ্বাণী করেছিলেন বিশেষজ্ঞদের অনেকে। কিন্তু যাবতীয় হিসেবনিকেশ উলেটেপাল্টে দিয়েছে চরিথ আশালঙ্কার (Charith Asalanka) দল। প্রথম ম্যাচে টাই করে তারা। জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া ভারতের মুখের গ্রাস কেড়ে নেয় লঙ্কান লায়ন্সরা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে ৩২ ও ১১০ রানের বিরাট ব্যবধানে জিততেই সিরিজ চলে আসে শ্রীলঙ্কার (Sri Lanka) হাতের মুঠোয়।
গত বছরের এশিয়া কাপের ফাইনালে পৌঁছেও হেরেছে শ্রীলঙ্কা। ওডিআই বিশ্বকাপে পড়তে হয়েছে মুখ থুবড়ে। দশ দলের টুর্নামেন্টে তারা শেষ করে নবম স্থানে। ভারতের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিলো ৩০২ রানের ব্যবধানে। দিনকয়েক আগেও টি-২০ বিশ্বকাপের আসরে জুটেছে লজ্জার পরাজয়। গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারে নি দ্বীপরাষ্ট্র। হতশ্রী পারফর্ম্যান্সের পর পদত্যাগ করেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চরিথ আশালঙ্কা। ওয়ান ডে’তে ভারতকে রুখে দিয়ে নতুন করে শ্রীলঙ্কান ক্রিকেটকে আশা দেখিয়েছিলেন তিনি। নতুন করে বিশ্ব ক্রিকেটের ‘এলিট’ তালিকায় জায়গা করে নেওয়ার স্বপ্ন গতকাল দেখেছিলেন সমর্থকেরা। ২৪ ঘন্টা কাটার আগেই খেতে হলো বড় ধাক্কা। ম্যাচ-ফিক্সিং-এর কালো ছায়া গ্রাস করলো লঙ্কান ক্রিকেটকে (Sri Lanka)।
Read More: ‘না ঘর কা না ঘাট কা…’ উন্মুক্ত চাঁদের জন্য বন্ধই রইলো মার্কিন দলের দরজা !!
জয়বিক্রমার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ-
২০২১ সালে পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার (Sri Lanka) হয়ে টেস্ট অভিষেক হয় প্রবীন জয়বিক্রমার (Praveen Jayawickrama)। ঐ বছরই হয় ওয়ান ডে ও টি-২০ অভিষেক। বাম হাতি স্পিনার দেশের হয়ে খেলেছেন ৫টি করে টেস্ট, ওয়ান ডে ও টি-২০। উইকেট সংখ্যা যথাক্রমে ২৫, ৫ ও ২। ২০২২-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। বছর ২৫-এর তরুণকে বেশ সম্ভাবনাময় বলে মনে করেছিলেন লঙ্কান ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু আপাতত তিনিই রয়েছেন আইসিসি’র দুর্নীতিদমন শাখার রেডারে। ২০২১ সালের লঙ্কান প্রিমিয়ার লীগ (LPL) চলাকালীন অসদুপায় অবলম্বন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে জয়বিক্রমার (Praveen Jayawickrama) বিরুদ্ধে কোড অফ কন্ডাক্টের ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভাঙার অভিযোগ রয়েছে।
জাফনা কিংসের হয়ে ২০২১ সালে লঙ্কান প্রিমিয়ার লীগ খেলেছিলেন জয়বিক্রমা (Praveen Jayawickrama)। একটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। সেই মরসুমে ট্রফি জেতে তাঁর দল। আইসিসি জানিয়েছে যে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়ার পরেও সঠিক সময়ের মধ্যে তা দুর্নীতিদমন শাখার কাছে রিপোর্ট করেন নি তিনি । এছাড়াও অন্য ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটার জন্য প্রভাবিত করার প্রস্তাব পেয়েছিলেন তিনি, তাও তিনি সময়মত নজরে আনেন নি দুর্নীতিদমন শাখার। এছাড়াও ‘মেসেজ’ ডিলিট করে তদন্তে বাধাদানের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অগস্ট মাসের ৬ তারিখ থেকে দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন শ্রীলঙ্কান (Sri Lanka) ক্রিকেটারকে আত্মপক্ষ সমর্থনের সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। ব্যাখ্যা ক্রিকেট নিয়ামক সংস্থার মনঃপুত না হলে কড়া শাস্তি পেতে পারেন তিনি। হতে পারেন নির্বাসিত’ও।