এশিয়া কাপের (Asia Cup 2025) মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলি। এই বছর ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে মোট ৮টি দল অংশগ্রহণ করতে চলেছে। টুর্নামেন্ট হংকং, ওমানের মতো দলও চমক দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল প্রকাশ করেছে। এবার আসন্ন টুর্নামেন্টের জন্য শ্রীলঙ্কার শক্তিশালী দল সামনে এলো।
Read More: “ওদের এক্তিয়ারই নেই…” ভারতীয় ক্রিকেটে নাক গলাচ্ছেন বিদেশীরা? ক্ষোভ উগড়ে দিলেন গাওস্কর !!
ফিরছেন হাসারাঙ্গা-

সম্প্রতিক সময় বাংলাদেশের (SL vs BAN) বিপক্ষে ওডিআই সিরিজ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। ফলে এই শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে পারেননি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের (SL vs ZIM) বিপক্ষে ২ ম্যাচের ওডিআই সিরিজে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচেও তিনি দলের বাইরে আছেন। তবে এশিয়া কাপের জন্য প্রকাশিত শ্রীলঙ্কার ১৬ সদস্যের দলে হাসারাঙ্গা রয়েছেন।
সুস্থ হয়ে আবারও এই টুর্নামেন্টের জন্য মাঠে ফিরছেন তিনি। এখনও পর্যন্ত দেশের হয়ে ৭৯ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭১২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১৩১ টি উইকেট আছে তার। অন্যদিকে এই তারকার সঙ্গে স্পিন বোলিং আক্রমণে রয়েছেন মহেশ থিকশানা (Maheesh Theekshana) ও দুনিথ ওয়েল্লাগের মতো তারকা।
নেতৃত্ব আসালঙ্কা-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ ‘বি’তে আফগানিস্তান, বাংলাদেশ এবং হংকংয়ের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা। বিশ্ব ক্রিকেটের অন্যতম এই শক্তিশালী দল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৬ বার জয়লাভ করেছে। এই বছর তারা চরিথ আসালঙ্কার (Charith Asalanka) নেতৃত্বে মাঠে নামতে চলেছে। শ্রীলঙ্কা শেষ টি-টোয়েন্টি সিরিজের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনক হারে সম্মুখীন হয়।
তবে এই সিরিজে পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka) ৩ ম্যাচে ১২০ রান সংগ্রহ করে দুরন্ত ফর্মে ছিলেন। এশিয়া কাপেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞ মনে করছেন। এছাড়াও রয়েছে কুসল মেন্ডিসের (Kusal Mendis) মতো তারকা ব্যাটসম্যান। অন্যদিকে জন্য এশিয়া কাপে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো তরুণ পেসার। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ইতিমধ্যেই নিজের পরিচয় তৈরি করেছেন।
শ্রীলঙ্কার প্রকাশিত দল-
চরিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, নুওয়ানিন্দু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েললাগে, চামচিকা করুণান্তে, মহেশ থেকশানা, দুষ্মন্ত চামেরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।