এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ইতিমধ্যেই শেষ চারের ছবিটা স্পষ্ট হয়ে গেছে। পরবর্তী পর্বের লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এইরকম ঐতিহ্যবাহী টুর্নামেন্টে পরিবার ও ব্যক্তিগত জীবনকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র দলের জন্য পরিশ্রম করে চলেন ক্রিকেটাররা। দেশকে ট্রফি এনে দেওয়াই তাদের হয়ে ওঠে মূল লক্ষ্য। গতকাল গ্রুপ ‘বি’এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান (Sri Lanka vs Afghanistan)। রশিদ খানদের (Rashid Khan) জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে এই ম্যাচের পরেই দুঃখজনক সংবাদ পেলেন শ্রীলঙ্কান তারকা।
Read Also: Asia Cup 2025 IND vs OMN: বিশ্রামে বুমরাহ, ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে একাদশে জায়গা পাচ্ছেন গম্ভীরের প্রিয় ছাত্র !!
জয়ের আনন্দ ঢাকলো অন্ধকারে-

গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় তুলে নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে শেষ করে। এই ম্যাচের প্রথম ইনিংসে আফগানদের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মহম্মদ নবী (Mohammad Nabi)। তিনি দুনিথ ভেল্লালাগের (Dunith Wellalage) বিপক্ষে এক ওভারে পাঁচটা ছয় মেরে এশিয়া কাপে (Asia Cup 2025) নতুন রেকর্ড গড়েছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো ভেল্লালাগে ম্যাচ শেষে জানতে পারেন তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই তারকা ক্রিকেটারের বাবা তাকে ছোটবেলা থেকে ক্রিকেট খেলার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
সুরঙ্গা ভেল্লালাগে (Suranga Wellalage) শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের (SL vs AFG) ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে খবর সামনে এসেছে। ম্যাচ শেষে দুনিথকে এই খবর জানান দলের প্রধান কোচ সনৎ জয়সূর্য (Sanath Jaysurya)। এরপরই মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন এই তরুণ তারকা ক্রিকেটার। দুনিথের বাবাও একজন ক্রিকেটার ছিলেন যিনি প্রিন্স অফ ওয়েলস কলেজের ক্রিকেট দলকে নেতৃত্ব পর্যন্ত দিয়েছিলেন। যদিও তাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি।
অপরাজেয় শ্রীলঙ্কা-

সতীর্থ ক্রিকেটারের বাবার মৃত্যুর খবর আসতেই জয়ের আনন্দ মুহূর্তেই বদলে যায়। ড্রেসিংরুমের নীরবতা ক্রিকেটারদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে উল্লেখ করছেন অনেকেই। এই বছর এশিয়া কাপে (Asia Cup) চরিথ আসালঙ্কারা (Charith Asalanka) নেতৃত্বে প্রথম থেকে দুরন্ত ফর্মে আছে লঙ্কাবাহিনী। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল।
এই ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করে। এরপর হংকং’এর বিপক্ষে ৪ উইকেটে এবং আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকে শেষ করেছে শ্রীলঙ্কা। সুপার ৪’এর প্রথম ম্যাচেই আগামীকাল তারা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। তবে সামগ্রিক পারফর্মেন্সের উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা মনে করছেন এই দল এই বছর এশিয়া কাপেও (Asia Cup 2025) ফাইনালে জায়গা করে নিতে পারে।