Srilanka Cricket Team
Srilanka Cricket Team | Image: Getty Images

Asia Cup 2023: ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। চলতি বছরের এই টুর্নামেন্ট ৫০ ওভারের হতে চলেছে। আসলে এবারই ভারতের মাটিতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। আর সেটাকে মাথায় রেখেই এবার এশিয়া কাপের একটা আলাদা গুরুত্ব রয়েছেই। এশিয়ার এই বড় টুর্নামেন্টটি জেতার ব্যাপারে ভারত ও পাকিস্তান সব সময়ই ফেভারিট। তবে এশিয়ার আরেকটি হেভিওয়েট দলকে মোটেও হাল্কাভাবে নিলে চলবে না। আর সেই দেশটির নাম শ্রীলঙ্কা। গতবার সবাইকে অবাক করে দিয়ে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। তাই তাদেরকে হাল্কাভাবে নিলে যে পস্তাতে হবে সেটা ভালো করেই জানে সবাই। এবার দেখে নেওয়া যাক, আসন্ন এশিয়া কাপের জন্য কেমন হবে তাদের দল।

ভারত-পাকিস্তানকে টক্কর দেবে লঙ্কা ব্রিগেড

Sri Lanka

২০২৩ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কা তাদের ট্রফি রক্ষার লড়াইয়ে নামবে। গত বছর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ট্রফি জিতেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ ও আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কা এশিয়া কাপ 2023-এ গ্রুপ ‘বি’ এর অংশ। ৩১শে আগস্ট শ্রীলঙ্কা এশিয়া কাপ 2023-এ তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। দাসুন শানাকা এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। এবারের এশিয়া কাপের বেশিভাগ ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং অনেক খেলায় তাদের হোম সুবিধা থাকবে। আগের আসরের মতো এবারও টুর্নামেন্টে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যে থাকবে শ্রীলঙ্কা। এখানে আমরা এশিয়া কাপ ২০২৩-এর জন্য শ্রীলঙ্কার স্কোয়াড কেমন হতে পারে তা দেখে নেওয়া যাক।

ব্যাটিং-বোলিং মিলিয়ে শক্তিশালী শ্রীলঙ্কা

Asia Cup 2023: এই তুখোড় স্কোয়াড নিয়েই এশিয়া কাপ জিততে নিজেদের সেরাটা দিতে তৈরি শ্রীলঙ্কা !! 1

পাথুম নিসাঙ্কা এবং দিমুথ করুনারত্নেকে আসন্ন এশিয়া কাপের ওপেনার হিসেবে নিশ্চিত মনে করা হচ্ছে। যেভাবে তারা বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩-এ খেলছে তা দুর্দান্ত। পথুম নিসাঙ্কা এই ক্যালেন্ডার বছরে ওডিআইতে ৫২ গড়ে ৩৬৪ রান করেছেন এবং দিমুথ করুনারত্নে ২০২৩ সালে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ইনিংসে ২২৫ ওডিআই রান করেছেন। অন্যদিকে, লাহিরু কুমারা এবং কাসুন রাজিথা এই বছর ওডিআই ক্রিকেটে শ্রীলঙ্কার পক্ষে প্রধান বোলার কারণ তারা বল হাতে যথাক্রমে ১৫ এবং ১২ উইকেট নিয়েছেন। মহেশ থিকশানার অন্তর্ভুক্তি এশিয়ান কন্ডিশনে তাদের বোলিং বিভাগকে শক্তিশালী করবে কারণ বোলিং করার সময় হাসরাঙ্গার সাথে তার জুটি বিপজ্জনক হতে পারে।

এক নজরে শ্রীলঙ্কা দলের প্রাথমিক সূচী:

ম্যাচ

দিন ও সময়

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

৩১ আগস্ট, দুপুর ১:০০

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

৫ সেপ্টেম্বর, দুপুর ৩:৩০

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, মহেশ থেকশানা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *