পাকিস্তানের ভিতরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অসংখ্য বিদ্রোহী সংগঠনের কার্যকলাপ এই দেশের সরকারকে চাপের মধ্যে রেখেছে। এর মধ্যেই সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদের বোমা হামলার ঘটনায় বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার প্রভাব এসে পড়েছে ক্রিকেট মাঠেও। বর্তমানের শ্রীলঙ্কা (India vs Srilanka ODI Series) এই দেশে ক্রিকেট খেলার জন্য রয়েছে। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে একাধিক শ্রীলঙ্কান তারকা এবার পাকিস্তান থেকে নিজের দেশে ফিরে এলেন। যার ফলে পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) আবারও সমালোচনার মুখে পড়েছেন।
Read More: আর নয় জামাই আদর, দলে টিকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত-বিরাটদের স্পষ্ট বার্তা BCCI’র !!
ফিরে এলেন শ্রীলঙ্কান তারকারা-

গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হন। ফলে নিরাপত্তার পরিস্থিতি রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। এই জঙ্গি হামলার ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের দূরত্ব মাত্র ১৭ কিমি। স্টেডিয়ামে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে।
এর ফলে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিরিজের মাঝেই শ্রীলঙ্কান একাধিক তারকা নিজেদের দেশে ফিরে এসেছেন। ফলে ফ্রিজের বাকি ম্যাচ আয়োজন করার বিষয়ে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হামলায় হতাহতের খবর কানে আসার পরেই ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এরপরেই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন পিসিবি (PCB) চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi)। তিনি চরিথ আসালঙ্কাদের (Charith Asalanka) সঙ্গে দেখা করে আশ্বাস দেওয়ার চেষ্টা করেন।
বন্ধ হয়ে যেতে পারে সিরিজ-

আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দ্বিতীয় ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার দেশে ফিরে যাওয়ায় এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যেই ক্রিকেটারদের নিরাপত্তা বৃদ্ধি করেছে পাকিস্তানের প্রসাশন। হোটেলের বাইরে বিশেষ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তাও ভয়ের পরিবেশ রয়েছে শ্রীলঙ্কান তারকাদের মনে। ২০০৯ সালের ৩ মার্চ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর লাহোরে জঙ্গি সংগঠন হামলা করেছিল। এই ঘটনা ক্রিকেট ইতিহাসে কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে।
তবে এই রকম পরিস্থিতির মধ্যেও শ্রীলঙ্কান ক্রিকেট সিরিজটি চালিয়ে যেতে চাইছে। সূত্র অনুযায়ী বিকল্প ক্রিকেটার পাঠাতে প্রস্তুত তারা। উল্লেখ্য তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে। ম্যাচে সালমান আলী আঘা (Salman Ali Agha) দুরন্ত শতরান করেন। অন্যদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) অলরাউন্ডার হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ৫৯ রান করে লড়াই চালানোর সঙ্গে সঙ্গে মোট ৩ টি উইকেট ছিনিয়ে নেন।