আগামী অক্টোবর মাসে একটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান আসতে পারে শ্রীলঙ্কা।এমনটাই তৈরী হয়েছে সম্ভাবনা। আর যদি এমনটা হয় তাহলে ২০০৯ সালের পর ফের আরও একবার টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে পাকিস্তানের মাঠিতে। সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে এমনটা চিন্তা ভাবনা করা হয়েছে।এমনকি তাদের ক্রিকেট বোর্ডের তরফে চারজনের একটি কমিটি পাঠানো হয়েছে পাকিস্তানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য।
২০০৯ সালে পাকিস্তানের লাহারে টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর জঙ্গি হামলা হওয়ার পর আর এখনো অবধি পাকিস্তানে এখনো অবধি কোনও টেস্ট ম্যাচ আয়োজিত হয়নি। এরপর পরবর্তী সময়ে মাত্র তিনটি একদিবসীয় ম্যাচ এবং নয়টি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে পাকিস্তানে। এর আগে ২০১৭ তে পাকিস্তানে গেছিলো শ্রীলঙ্কা, সেখানে তারা খেলেছিলো একটি টি টোয়েন্টি ম্যাচ। ২৯ শে অক্টোবর ২০১৭ তে লাহোরে আয়োজিত সেই ম্যাচে জিতেছিলো পাকিস্তান ৩৬ রানে।
অন্যদিকে এপ্রিলে শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরন ঘটার পরবর্তী সময়ে সেখানে নিজেদের অনুর্ধ ১৯ দলকে সফরে পাঠিয়েছিলো পাকিস্তান।সেখানে মে-জুন মাস জুড়ে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিলো তারা।এবং একদিবসীয় সিরিজ জিতে নেয় ৩-২ ব্যাবধানে। তাই এইবার শ্রীলঙ্কার তরফে একটি টেস্ট খেলার জন্য তাদের দল পাঠানোর চিন্তা ভাবনা করা হয়েছে।সূচি অনুযায়ী অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্টে খেলবে শ্রীলঙ্কা।প্রথমে দুটো ম্যাচ দুবাইতে খেলার চিন্তা ভাবনা করা হলেও এখন শোনা যাচ্ছে অন্তত একটি ম্যাচ পাকিস্তান নিজেদের ঘরের মাঠে খেলতে চায়।
প্রসঙ্গত, টেস্ট গুলো আইসিসির টেস্ট চ্যাম্পিয়ানশিপের অন্তর্গত।এছাড়াও পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের একদিবসীয় এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে।