SRH vs MI: বাদ ঈশান কিষাণ ও র‌্যায়ান রিকেলটন, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 1

IPL 2025: ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad vs Mumbai Indians) ৪ উইকেটে পরাজিত করেছিল। আজ প্যাট কামিন্সের (Pat Cummins) দল হায়দ্রাবাদের মাটিতে মুম্বাইকে যোগ্য জবাব দিতে চাইছে। এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল ৮ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। তবে দুই দলের একাদশে বেশকিছু সমস্যা কর্মকর্তাদের নজরে রয়েছে। মুম্বাইয়ের ওপেনার র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton) ব্যাট হাতে এখনও পর্যন্ত বড়ো ইনিংস গড়তে পারেননি। অন্যদিকে হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচে ঈশান কিষাণ শতরান করলেও তারপর থেকে তিনি নিজের ছন্দ হারিয়ে ফেলেছেন।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

SRH vs MI: বাদ ঈশান কিষাণ ও র‌্যায়ান রিকেলটন, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 2
SRH vs MI | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং- ৪১

তারিখ- ২৩/০৪/২০২৫

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

SRH vs MI: বাদ ঈশান কিষাণ ও র‌্যায়ান রিকেলটন, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 3
Rajiv Gandhi International Stadium | Image: Getty Images

রাজীব গান্ধী স্টেডিয়াম আইপিএলে ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য বলা যায়। এখানের পিচের পৃষ্ঠতল সমতল হ‌ওয়ার কারণে বোলারদের সমস্যার মধ্যে পড়তে হয়‌। শেষ ম্যাচে এই মাঠে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ ৮ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়। আইপিএলে এখনও পর্যন্ত রাজীব গান্ধী স্টেডিয়ামে মোট ৮১ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৩৫ টি ম্যাচে জয়লাভ করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৪৬ ম্যাচে। ১৬৩ রান হলো এই স্টেডিয়ামে আইপিএলের প্রথমে ইনিংসের গড় রান।

Read More: KKR এর দুর্দশা কাটাতে এক মাত্র ভরসা যুবরাজ সিং, যোগ দিচ্ছেন ব্যাটিং কোচ রূপে !!

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশের শক্তিশালী দিক-

SRH vs MI: বাদ ঈশান কিষাণ ও র‌্যায়ান রিকেলটন, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 4
Abhishek Sharma | Image: Getty Images

শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে হারের সম্মুখীন হলেও হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) ২৮ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এর আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৫ ম্যাচে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস গড়েছিলেন অভিষেক। ফলে আজ হায়দ্রাবাদের ব্যাটিং পিচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আবারও জ্বলে উঠতে পারেন এই তরুণ ব্যাটসম্যান। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্যাট কামিন্স (Pat Cummins) শেষ ম্যাচে ৩ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এছাড়াও হর্ষল প্যাটেল (Harshal Patel) পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন। এই দুই তারকা পেসার আজ হায়দ্রাবাদের বিপক্ষে বোলিং আক্রমণকে ভরসা দেবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।‌

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশের শক্তিশালী দিক-

SRH vs MI: বাদ ঈশান কিষাণ ও র‌্যায়ান রিকেলটন, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 5
Rohit Sharma | Image: Getty Images

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাট হাতে রানে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি ৪৫ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আজ হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারকে নেতৃত্বে দিতে পারেন এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ ম্যাচে মাত্র ২৫ রান খরচ করে ২ টি উইকেট সংগ্রহ করেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই তারকা পেসার ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। তিনি হায়দ্রাবাদের বিপক্ষে আজ বল হাতে জ্বলে ওঠতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

দুই দলের সম্ভাব্য একাদশ-

SRH vs MI: বাদ ঈশান কিষাণ ও র‌্যায়ান রিকেলটন, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 6
SRH vs MI | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ

ওপেনার: ট্রাভিস হেড, অভিষেক শর্মা

মিডল অর্ডার: নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অভিনব মনোহর

ফিনিশার: অনিকেত বর্মা, প্যাট কামিন্স (অধিনায়ক)

বোলার: হর্ষল প্যাটেল, জিশান আনসারি, মহম্মদ শামি, ঈশান মালিঙ্গা

উইকেটকিপার: হেনরিখ ক্লাসেন

ইম্প্যাক্ট প্লেয়ার- রাহুল চাহার/ঈশান কিষাণ

মুম্বাই ইন্ডিয়ান্স

ওপেনার: রোহিত শর্মা, উইল জ্যাকস,

মিডল অর্ডার: সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবিন মিঞ্জ

ফিনিশার: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর

বোলার: মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ

উইকেটকিপার: রবিন মিঞ্জ

ইম্প্যাক্ট প্লেয়ার- কর্ণ শর্মা/র‌্যায়ান রিকেলটন

Read Also: IPL 2025: ‘যোগ্য জবাব দিয়েছে…’ গোয়েঙ্কার চোখের সামনে ম্যাচ ছিনিয়ে নিলেন রাহুল, কটাক্ষের স্রোতে ভাসলেন লক্ষ্ণৌ কর্ণধার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *