ক্লাসেন-হেডের তান্ডবে দিশেহারা KKR, গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে সানরাইজার্সের সংগ্রহ ২৭৮ !! 1

IPL 2025: আজ চলতি আইপিএলের ৬৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH vs KKR)। গতবারের আইপিএলের ফাইনালিস্ট ছিল এই দুই দল। এই মৌসুমেও আগে একবার দুই দল মুখোমুখি হয়েছিল। এবার অবশ্য সানরাইজার্সকে ৮০ রানে পরাস্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ভারত পাকিস্তানের অন্তর্দ্ধের কারণে হায়দ্রাবাদ থেকে সরানো হয়েছে আইপিএলের ম্যাচ গুলো। যে কারণে তারা তাদের ঘরের মাঠ হিসেবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামকে পেয়েছে। আজ দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। নিয়ম রক্ষার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।

চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের মতনই হাল সানরাইজার্সের। ১৩ ম্যাচে ৫টি জয় ও একটি বিচ্ছিন্ন ম্যাচের কারণে ১১ পয়েন্ট নিয়ে তারা অষ্টম স্থানে রয়েছে। তবে, গত দুই ম্যাচেই তারা কামব্যাক করেছে। লখনৌকে ৬ উইকেটে হারিয়ে তাদেরকে প্লে-অফের দৌড় থেকে ছিটকে দেয় সাঁড়াইজার্স, এরপর আরসিবিকে ৪২ রানে হারিয়ে তাদের টেবিল টপার হওয়ার স্বপ্নে জল ঢেলে দেয়।

Read More: চাহালের সঙ্গে বিচ্ছেদের পর ধনশ্রীর কোমরে নতুন ট্যাটু, যা দেখে লজ্জা পাবেন আপনিও !!

KKR-বোলারদের একহাত নিলেন হেড-ক্লাসেন

Ipl 2025
Heinrich Klassen and Travis Head | Image: Getty Images

তবে, আজকের ম্যাচেও বদলালো না সাঁড়াইজার্সের মেজাজ। শেষ ম্যাচে বেশ দারুন ফাইট ব্যাক দেখালো কামিন্স বাহিনী। ব্যাট হাতে, অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রেভিস হেড (Travis Head) জুটি পাওয়ার প্লের ভিতরেই ৭৯ রান জুড়ে দিয়েছিল। ব্যাট হাতে ১৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা। এরপর, ট্রেভিস হেড ও হেনরিখ ক্লাসেন নাইট রাইডার্সের বোলারদের একহাত নিতে শুরু করেন।

দুজনের মধ্যে ৩৫ বলে ৮৩ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। হেড ৪০ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৭৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। হেড আউট হতে ব্যাটিং করতে আসেন গত ম্যাচের হিরো ঈশান কিষান (Ishan Kishan)। ব্যাট হাতে তিনি ২০ বলে ২৯ রান বানিয়েছেন। শেষের দিকে অনিকেত ভার্মা (Aniket Verma) ৬ বলে ১২ রানের দুরন্ত একটি ক্যামিও খেলেন। তবে, দলের হয়ে আজ মাত্র ৩৯ বলে ৭টি চার ও ৯টি ছক্কায় ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen)। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৭৮ রান বানিয়েছে সাঁড়াইজার্স হায়দ্রাবাদ। এই মৌসুমে প্রথম ম্যাচে তারা ২৮৬ রান বানিয়েছিল, আর আজ তারা এই মৌসুমের দ্বিতীয় সর্বাধিক রানটা বানিয়ে ফেললো। নাইট রাইডার্সের হয়ে ২টি উইকেট পেয়েছেন সুনীল নারিন (Sunil Narine) এবং একটি উইকেট পেয়েছেন বৈভব অরোরা।

Read Also: IPL 2025: নক-আউটের আগে বিপর্যস্ত গুজরাত, লক্ষ্ণৌর পর চেন্নাইয়ের বিরুদ্ধেও হার শুভমানদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *