SRH vs DC: চোট অক্ষরের এবং বাদ ঈশান কিষাণ, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 1

IPL 2025: সোমবার মরণ-বাঁচন ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের (Sunrisers Hyderabad vs Delhi Capitals) বিপক্ষে মাঠে নামতে চলেছে। আজকের ম্যাচে হারলেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে প্যাট কামিন্সের দল। ফলে একাদশে একাধিক পরিবর্তন করে লড়াই করবে গতবারের ফাইনালিস্টরা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে একের পর এক ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলেও শেষ দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। আজ দিল্লিও শক্তিশালী একাদশের সঙ্গে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

SRH vs DC: চোট অক্ষরের এবং বাদ ঈশান কিষাণ, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 2
SRH vs DC | Images: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম দিল্লি ক্যাপিটালস (DC)

ম্যাচ নং- ৫৫

তারিখ- ০৫/০৫/২০২৫

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

SRH vs DC: চোট অক্ষরের এবং বাদ ঈশান কিষাণ, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 3
Rajiv Gandhi International Stadium | Images: Getty Images

হায়দ্রাবাদের পিচ ব্যাটিং বান্ধব হিসাবে নিজের পরিচয় তৈরি করেছে। কিন্তু সাম্প্রতিক সময় এই স্টেডিয়ামে বোলারদের দাপট লক্ষ্য করা যাচ্ছে। শেষ ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচে হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৩ রান সংগ্রহ করেছিল। এই রান তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়ার দল ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে এখনও পর্যন্ত এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে আইপিএলের মোট ৮২ টি ম্যাচ সফলভাবে আয়োজন করা হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৩৫ টি ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে ৪৭ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। ১৬৭ হলো এই স্টেডিয়ামের আইপিএলের প্রথম ইনিংসের গড় রান।

Read More: ঋষভ পন্থের খপ্পড়ে মাথা খারাপ লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কার, সামাদ আউট হতেই দিলেন হাততালি !!

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশের শক্তিশালী দিক-

SRH vs DC: চোট অক্ষরের এবং বাদ ঈশান কিষাণ, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 4
Abhishek Sharma | Images: Getty Images

শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে হারলেও অভিষেক শর্মা (Abhishek Sharma) হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে নেমে ৪১ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৬ টি ছয়। ফলে আজ দিল্লির বিপক্ষে এই তরুণ ব্যাটসম্যান বিধ্বংসী হয়ে উঠতে পারেন। অন্যদিকে বল হাতে গুজরাটের বিপক্ষে জয়দেব উনাদকট (Jaydev Unadkat) ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নিয়েছিলেন। এই তারকা পেসার আজ হায়দ্রাবাদের হয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

দিল্লি ক্যাপিটালস একাদশের শক্তিশালী দিক-

SRH vs DC: চোট অক্ষরের এবং বাদ ঈশান কিষাণ, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 5
Faf du Plessis | Images: Getty Images

শেষ ম্যাচে কলকাতার বিপক্ষে দিল্লির হয়ে ওপেনিং করতে এসে ফাফ ডুপ্লেসিস (Faf du Plessis) ৪৫ বলে ৬৫ রান সংগ্রহ করেছিলেন। এই রানের ওপর ভর করে দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত লড়াই চালায়। ফলে এই তারকা ব্যাটসম্যান হায়দ্রাবাদের বিপক্ষেও ব্যাট হাতে ম্যাচের রঙ বদলে দিতে পারেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) বল হাতে রীতিমতো ফর্মে আছেন। কলকাতার বিপক্ষে শেষ ম্যাচে তিনি ৩ টি উইকেট সংগ্রহ করে সমর্থকদের মন জয় করে নেন। আজকেও মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের বোলিং অর্ডারকে নেতৃত্বে দেবেন বলে মনে করা হচ্ছে।

হায়দ্রাবাদ এবং দিল্লির ইনজুরি আপডেট-

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “বল আটকাত গিয়ে আমার চামড়া ছিঁড়ে গেছে। ৩-৪ দিন বিরতি আছে আশা করি সুস্থ হয়ে উঠবো।” এখনও তার চোট নিয়ে কোনো অফিশিয়াল আপডেট না এলেও সূত্র অনুযায়ী তিনি আজ একাদশের বাইরে থাকতে পারেন। ফলে কেএল রাহুলের দিল্লিকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদের স্মরণ রবিচন্দ্রনের চোট থাকার কারণে হর্ষ দুবকে বাকি মরসুমের জন্য দল স‌ই করিয়েছে।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ-

SRH vs DC: চোট অক্ষরের এবং বাদ ঈশান কিষাণ, দুই দলের একাদশে আজ এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !! 6
SRH vs DC | Images: Getty Images

ওপেনার: ট্রাভিস হেড, অভিষেক শর্মা

মিডল অর্ডার: অভিনব মনোহর, হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা

ফিনিশার: নীতিশ কুমার রেড্ডি, কামিন্দু মেন্ডিস

বোলার: প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকট, জিশান আনসারি

উইকেটকিপার: হেনরিখ ক্লাসেন

ইম্প্যাক্ট প্লেয়ার- মহম্মদ শামি/ঈশান কিষাণ

দিল্লি ক্যাপিটালসসের সম্ভাব্য একাদশ-

ওপেনার: অভিষেক পোরেল, ফাফ ডুপ্লেসিস

মিডল অর্ডার: করুণ নায়ার, কেএল রাহুল (অধিনায়ক), সামীর রিজভি

ফিনিশার: ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা

বোলার: ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা

উইকেটকিপার: অভিষেক পোরেল

ইম্প্যাক্ট প্লেয়ার- মুকেশ কুমার/জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক

Read Also: IPL 2025: “গোয়েঙ্কার টাকা জলে…” পাঞ্জাবের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লো লক্ষ্ণৌ, পন্থদের দিকে কটাক্ষের তীর নেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *